পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় প্রথম মৃত্যু হাওড়া পুলিশ কমিশনারেটে - কোরোনা পজ়িটিভ

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হাওড়া চ্যাটার্জিহাট থানার এক সাব ইনস্পেকটরের ৷ নাম গৌতম পট্টনায়ক (47) ৷

ছবি
ছবি

By

Published : Jul 7, 2020, 4:58 PM IST

Updated : Jul 7, 2020, 5:06 PM IST

হাওড়া, 7 জুলাই : কোরোনায় মৃত্যু হল হাওড়ার এক পুলিশকর্মীর ৷ নাম গৌতম পট্টনায়ক (47) ৷ আজ সকালে কলকাতার CMRI হাসপাতালে মৃত্যু হয় চ্যাটার্জিহাট থানার ওই সাব ইন্সপেক্টরের ।

জ্বর হওয়ায় পাঁচদিন আগে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় গৌতমবাবুকে । সেখানে তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ আসে । এরপর তিনি হাসপাতাল থেকে চলে আসেন । অসুস্থতা না কাটায় বাড়ির সদস্যরা তাঁকে তমলুকের একটি হাসপাতালে নিয়ে যান । কিন্তু সেখানেও থাকতে চাননি গৌতমবাবু । আরও অসুস্থ হয়ে পড়লে তিনদিন আগে তাঁকে কলকাতার CMRI হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । আজ সকালে তাঁর মৃত্যু হয় । চ্যাটার্জিহাট থানার আরও এক সাব ইনস্পেক্টর কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । হাওড়া কমিশনারেট এলাকায় এখনও পর্যন্ত 107 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

ইতিমধ্যেই হাওড়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক । কেন্দ্রীয় সরকারের তরফে হাওড়াকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে । রাজ্য সরকারের তরফে হাওড়ার একাধিক জায়গাকে রেড জ়োন হিসেবেও চিহ্নিত করা হয়েছে ।

রেড জ়োন হিসেবে চিহ্নিত সমস্ত এলাকায় ব্যাঙ্ক সহ অন্যান্য সরকারি অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেলা প্রশাসনের তরফে । শুধু তাই নয়, সবরকম দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । এখনও পর্যন্ত হাওড়ায় কোরোনা আক্রান্ত হয়েছে 3 হাজার 218 জন ৷ মৃত্যু হয়েছে 109 জনের । এছাড়া পুলিশকর্মীদের মধ্যে ছড়িয়েছে সংক্রমণ । এর মধ্যে শুধুমাত্র হাওড়া সিটি পুলিশ এলাকাতেই সংক্রমিত হয়েছেন একশোর বেশি পুলিশকর্মী । সব মিলিয়ে জেলায় প্রায় দেড়শো জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন । সারা রাজ্যে 22 হাজার 987 জন সংক্রমিত ।

Last Updated : Jul 7, 2020, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details