হাওড়া, 16 নভেম্বর : বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এবার হাওড়া স্টেশনে শুরু হচ্ছে প্যাথলজি পরিষেবা । ফলে এবার নিত্যযাত্রীরা চাইলেই অফিস কিংবা গন্তব্যে যাওয়ার আগে রক্ত, প্রস্রাব, কফ ইত্যাদি প্যাথলজিক্যাল পরীক্ষা করে নিতে পারবেন । রিপোর্ট পাওয়ার জন্যও অপেক্ষা করতে হবে না যাত্রীদের । যাত্রীদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করলেই রিপোর্ট সরাসরি মোবাইলে মেসেজ কিংবা অনলাইন মাধ্যমে চলে যাবে রোগীর কাছে ।
পাশাপাশি বাজার মূল্যে বা তার চেয়েও কিছুটা কম মূল্যে এই পরিষেবা পাবেন যাত্রীরা । রেল সূত্রে জানা গিয়েছে, দেশের নামী একটি বেসরকারি সংস্থাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া স্টেশনে প্যাথলজিক্যাল সেন্টার করার জন্য । তারা স্টেশন চত্বরেই ছোট ছোট কাউন্টার করবে । সেই কাউন্টারেই অফিসযাত্রী থেকে সাধারণ ট্রেনযাত্রীরা তাদের প্রয়োজন মতো রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করে নিতে পারবেন । এমনকি দূরপাল্লার যাত্রীদেরও যদি প্যাথলজিক্যাল পরীক্ষার দরকার পড়ে তবে তাঁরাও ব্যবহার করতে পারবেন এই কাউন্টার ।