হাওড়া, 1 নভেম্বর : দীর্ঘ প্রায় 6 মাস বন্ধ থাকার পর রবিবার থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা ৷ এই ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর সোমবারই ছিল প্রথম কাজের দিন ৷ স্বাভাবিক ভাবেই অন্যান্য দিনের তুলনায় এদিন স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ও ছিল বেশি ৷ কিন্তু লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও হাওড়ার নলপুর স্টেশনে দাঁড়াচ্ছে না ট্রেন। এই অভিযোগে এদিন রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান এখানকার যাত্রীরা ৷
কলকাতা লাগোয়া জেলাগুলিতে লোকাল ট্রেন চালু হলেও নলপুর স্টেশনে কেন ট্রেন দাঁড়াবে না, সেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা। নলপুর স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা ৷ এই স্টেশন দিয়ে যাতায়াতকারী নিত্যযাত্রীরা জানিয়েছেন, ট্রেন পরিষেবার এই সমস্যা আগেও ছিল ৷ এবার তার থেকে রেহাই পাওয়ার সুযোগ এলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা ৷
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি মাসে আর কিছুদিন পরেই খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি। এমন বহু শিক্ষক-শিক্ষিকা আছেন, যাঁরা যাতায়াতের জন্য লোকাল ট্রেনের উপর ভরসা করেন ৷ তবে এই স্টেশনে ট্রেন না দাঁড়ানোয় এখানকার শিক্ষক-শিক্ষিকারা কীভাবে স্কুলে যাবেন ভেবে পাচ্ছেন না। যাতায়াতের জন্য মূলত বাসের উপর এবং হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেনের উপরেই ভরসা করেন এই এলাকার যাত্রীরা। ট্রেন না পেলে বাধ্য হয়ে বাসে উঠতে হবে বহু ট্রেন যাত্রীকে ৷ সেখানে এমনিতেই বাদুরঝোলা ভিড় ৷ ফলে সেখান থেকে করোনা সংক্রমণ ছড়ানোর ভয়ও থাকছে ৷ পাশাপাশি, পেট্রল-ডিজেলের দাম বাড়ায় বাসের ভাড়াও বেড়েছে ৷ সব মিলিয়েই পরিস্থিতি কঠিন ৷