পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Money Recovery: হাওড়া স্টেশন থেকে উদ্ধার 35 লক্ষ টাকা, আটক 1 - হাওড়া স্টেশন থেকে উদ্ধার 35 লক্ষ টাকা

হাওড়া স্টেশন থেকে রাজকুমার সোনি (50) নামের এক ব্যক্তিকে আটক করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা । ধৃতের কাছ থেকে 35 লক্ষ নগদ অর্থ উদ্ধার করে আরপিএফ আধিকারিকরা(one detained in money recovery at Howrah Station) । ধৃত ওই ব্যক্তি মধ্যপ্রদেশের জব্বলপুর এলাকার বাসিন্দা ।

one detained in money recovery at Howrah Station
Money Recovery

By

Published : Aug 3, 2022, 10:26 PM IST

হাওড়া, 3 অগস্ট: ভারতীয় রেলকে ব্যবহার করছে হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত অপরাধীরা । আর এই চক্রের যুক্তদের সঙ্গে অপরাধীদের খুঁজে বের করার জন্য সতর্কতা অবলম্বন করছে রেলের আরপিএফ । বুধবার হাওড়া স্টেশনে হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে কর্তব্যরত আরপিএফের কর্মীরা । এদিন হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে থেকে উদ্ধার হয় পঁয়ত্রিশ লক্ষ নগদ টাকা(Money Recovery) ।

গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকে রাজকুমার সোনি (50) নামের এক ব্যক্তিকে আটক করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা । ধৃতের কাছ থেকে 35 লক্ষ নগদ অর্থ উদ্ধার করে আরপিএফ আধিকারিকরা । ধৃত ওই ব্যক্তি মধ্যপ্রদেশের জব্বলপুর এলাকার বাসিন্দা ৷ 12176 আপ চম্বল এক্সপ্রেস থেকে নামানোর সময় তাঁকে দেখে সন্দেহ হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফের কর্মীদের । তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে তাঁরা । রেল পুলিশের জেরার মুখে তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী ও কাগজপত্রের সন্তোষজনক উত্তর না দিতে পাড়ায় তাঁকে গ্রেফতার করে হাওড়া আরপিএফের আধিকারিকরা ।

আরও পড়ুন:ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

ধৃতের বিরুদ্ধে আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর । রাজকুমার সোনিকে জেরা করে তিনি কোথা থেকে নগদ টাকা নিয়েছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি কাকে দেওয়ার জন্য এই বিপুল অংকের সামগ্রী নিয়ে যাচ্ছিল, তাও জানার চেষ্টা করা হচ্ছে । এর সঙ্গে আন্তঃরাজ্য অথবা আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কি না, তদন্ত করে দেখছে রেল পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details