পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Nirmal Maji : কাটমানি-সিন্ডিকেট নিয়ে বিতর্কিত মন্তব্য নির্মল মাজির - বিতর্কিত মন্তব্য নির্মল মাজির

শনিবার হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দেন নির্মল মাজি (TMC MLA Nirmal Maji) ৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি (Nirmal Maji Controversial Remarks in Howrah) ৷ পাশাপাশি চিকিৎসকদের টাকার পিছনে না ছুটে আরও ভালো পরিষেবা দেওয়ার পরামর্শও দেন ৷

Nirmal Maji Controversial Remarks in Howrah
Nirmal Maji : মমতার সততার নিরিখে কাটমানি-সিন্ডিকেট থেকে সরে এসেছি, বিতর্কিত মন্তব্য নির্মল মাজির

By

Published : Jun 4, 2022, 9:22 PM IST

হাওড়া, 4 জুন : ফের বিতর্কে নির্মল মাজি (TMC MLA Nirmal Maji) ৷ শনিবার উলুবেড়িয়ার বিধায়ক একটি অনুষ্ঠানে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) স্বচ্ছতা-সততা-দায়বদ্ধতার নিরিখে কাটমানি-কমিশন-সিন্ডিকেট থেকে সরে আসা চিকিৎসক বলে দাবি করলেন । পাশাপাশি চিকিৎসকদের টাকার পিছনে না ছুটে আরও ভালো পরিষেবা দেওয়ার পরামর্শ দিলেন ৷

গত কয়েক বছরে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল বিধায়ক ৷ বিশেষ করে কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্যান হিসেবে তাঁর নাম সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়েছে ৷ সম্প্রতি তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আর তার পর তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

প্রসঙ্গত, শনিবার হাওড়ার লাইব্রেরির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নির্মল মাজি ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি নেতা-মন্ত্রী-বিধায়ক-সংসদ নই ৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতা-সততা-দায়বদ্ধতার নিরিখে কাটমানি-কমিশন-সিন্ডিকেট থেকে সরে এসেছি ।’’ এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘‘দীর্ঘ 40 বছরের বিনাপয়সার ডাক্তার আমি । আমার পরিবারের 22 জন ডাক্তার আছে । তাঁরা পরীক্ষা দিয়ে পাস করে ডাক্তার হয়েছেন ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে কাটমানি-সহ একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছে ৷ অনৈতিক ভাবে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ৷ ফলে এদিনের এই মন্তব্যের মাধ্যমে নির্মল কি সেই দিকেই ইঙ্গিত করতে চাইলেন ? উঠছে প্রশ্ন ৷

এছাড়া তিনি কয়েক দিন আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের বক্তব্যকে ফের সামনে এনে রাজ্যের চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘‘এরা কি হিরের চালের পায়েস খাবে, সোনার মুগডাল খাবে । সোনার খাটে শুলে তো নিদ্রাদেবী পালিয়ে যাবেন ।’’ তাই চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি টাকা-পয়সার পিছনে না ছুটে, পরিষেবা দেওয়ার আহ্বান জানান ।

আরও পড়ুন :Kolkata Medical College : রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি

ABOUT THE AUTHOR

...view details