পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Poster Controversy অভিষেকের ছবি দেওয়া নতুন তৃণমূলের ব্যানার এ বার হাওড়ায় - নতুন তৃণমূল

নতুন তৃণমূলের ব্যানার এ বার হাওড়ায় (Howrah New TMC Poster) ৷ বালি বিধানসভা কেন্দ্রে এ দিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের ব্যানার দেখা যায় (New TMC Poster in Bali Assembly of Howrah) ৷ যে ব্যানারকে কেন্দ্র করে ফের একবার তুঙ্গে তৃণমূলের প্রবীণ বনাম নবীনের দ্বন্দ্ব ৷

new-tmc-poster-in-bali-assembly-of-howrah
new-tmc-poster-in-bali-assembly-of-howrah

By

Published : Aug 28, 2022, 8:20 PM IST

হাওড়া, 28 অগস্ট: কলকাতা, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূল কংগ্রেস লেখা ব্যানার দেখা গিয়েছিল ৷ এ বার সেই একরকম ব্যানার দেখা গেল হাওড়ায় (New TMC Poster in Bali Assembly of Howrah) ৷ তৃণমূল কংগ্রেসের যে ব্যানারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই ৷ রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি ৷ আর ব্যানারগুলির নিচে লেখা, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ ৷

রবিবার সকালে ব্যানারটির লক্ষ্য করা যায় বালি বিধানসভা কেন্দ্রের লিলুয়া ডনবস্কো এলাকায় ৷ আর এই ব্যানারকে কেন্দ্র করে ফের মমতা ও অভিষেক দুই শিবিরে বিভক্ত তৃণমূল ৷ বিধানসভা ভোটের পর, এ ভাবেই সোশাল মিডিয়ায় অভিষেক পন্থী নেতানেত্রীরা তাঁদের প্রোফাইলের ছবি বদল করছিলেন ৷ সেই সময় প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ যেখানে অভিষেকের হয়ে মাঠে নেমেছিলেন কুণাল ঘোষ ৷ তখনও মমতা বিরোধী একটা ধোঁয়া তৃণমূলে তৈরি হয়েছিল ৷ কিন্তু, সেই সময় তৃণমূলের সর্বময় কর্ত্রী হিসাবে দলের সব কমিটি এবং পদ বিলিন করে দিয়েছিলেন মমতা ৷ পরবর্তী সময়ে 20 জনের কেন্দ্রীয় কমিটি গঠন করেন এবং নতুন করে সংগঠন তৈরি করেন ৷

এ বার দুর্নীতি প্রসঙ্গে যখন মমতা পন্থী তৃণমূল একেবারে কোণঠাসা ৷ তখন ফের একবার অভিষেক পন্থীরা মাথাচারা দিতে শুরু করেছে ৷ যেখানে দুর্নীতি মুক্ত নতুন তৃণমূলের কথা বলা হচ্ছে ৷ যা নিয়ে সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে ৷ আর তার সূচনা হয়েছিল কলকাতার বিভিন্ন জায়গায় নতুন তৃণমূলের পোস্টার পড়া দিয়ে (Howrah New TMC Poster) ৷ এ বার সেই তালিকায় জুড়ে গেল হাওড়া শহরও ৷

আরও পড়ুন:6 মাসে নতুন তৃণমূলের চেহারা কেমন হবে, যা বলছে রাজনৈতিক মহল

তবে, এই ব্যানার বিতর্ককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বালির তৃণমূল কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্র ৷ তিনি জানান, এই ব্যানার আজ সকালে তাঁর চোখে পড়েছে ৷ এটা কে বা কারা লাগিয়েছে তা তাঁর জানা নেই ৷ তবে, এই কাজ অভিষেক বন্দোপাধ্যায়ের গুণগ্রাহী কারও হতে পারে বলেই তিনি দাবি করেন ৷

ABOUT THE AUTHOR

...view details