হাওড়া, 27 জুলাই: বৃদ্ধ দম্পতির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর হাওড়ার কালীচরণ দাস লেনে। মৃতের নাম বাসুদেব সাধুখাঁ ও বৃদ্ধা সন্ধ্যারানী সাধুখাঁ ।
গতকাল দুপুরে ছেলে এবং বউমার সঙ্গে দুপুরের খাবার খাওয়ার পর ওই দম্পতি নিজেদের ঘরে ঢোকেন। এরপর ভিতর থেকে দরজা বন্ধ করে দেন তাঁরা । সন্ধ্যা হয়ে গেলেও না ওঠায় দরজা ভেঙে ঘরে ঢোকেন ছেলে । সিলিং ফ্যান থেকে বাবা-মায়ের দেহ ঝুলতে দেখেন তিনি ।
মৃতদেহ নিচে নামিয়ে স্থানীয় গোলাবাড়ি থানায় খবর দেওয়া হয় । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও দম্পতির ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ।
মৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল । সম্প্রতি তাঁদের বড় বাজারের ব্যবসা ছেলের হাতে তুলে দিয়েছিলেন বাসুদেববাবু । তারপর থেকে স্ত্রীর সঙ্গে তিনি বাড়িতেই অধিকাংশ সময় কাটাতেন। কেন তাঁরা আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ ।