বালি, 17 মে : মাউন্ট মাকালু অভিযানে গিয়ে নিখোঁজ বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ । তিনি হাওড়ার বালি দুর্গাপুরের বাসিন্দা । গতকাল পিক সামিট করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি । গতকাল থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না।
আজ সকাল 11টা নাগাদ দীপঙ্করের নিখোঁজের খবর বাড়িতে আসলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন । নিখোঁজ পর্বতারোহীর বন্ধুরা জানিয়েছেন, গতকাল দুপুর 11-11.30 নাগাদ মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করে ফেরার পথে তাঁদের পাঁচজনের দল ও শেরপারা তুষার ঝড়ের মুখে পড়েন। প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় তাঁরা। সেই সময় অন্য চারজন 4 নম্বর সামিট ক্যাম্পে ফিরে এলেও দীপঙ্কর ফেরেননি। এখনও পর্যন্ত তাঁর কোনও খবর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর সঙ্গীরা ।
পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু । বৃহস্পতিবার সামিট করে নেমে আসার পর থেকে দীপঙ্করের আর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁর এজেন্সি সেভেন সামিট ট্রেকস । দীপঙ্করের নিখোঁজ হওয়ায় ফের দুশ্চিন্তায় বাংলার পর্বতারোহী মহল ।