হাওড়া, 24 জুন : ছেলেকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগে আটক করা হল মাকে । ঘটনাটি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার । জখম ব্যক্তির নাম মনোজ শর্মা । মনোজকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে SSKM-এ স্থানান্তরিত করা হয় ।
হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি, আটক মা - bullets
হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি করে খুন করার চেষ্টা করল মা । অভিযুক্তকে আটক করেছে পুলিশ ।
হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি, আটক মা
মনোজের বাড়ি থেকে পুলিশ দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে । অভিযোগ, স্ত্রীকে পিস্তল নিয়ে ভয় দেখাচ্ছিলেন মনোজ । সেই সময় অন্য একটি আগ্নেয়াস্ত্র দিয়ে ছেলেকে গুলি করেন মা রেণু শর্মা ।
রেণু শর্মার অভিযোগ, প্রায়ই মদ খেয়ে বাড়ি এসে মা ও স্ত্রীর উপর অত্যাচার করত মনোজ । আজ সকালে দু'টি 7mm পিস্তল নিয়ে বাড়ি আসে মনোজ । তারপরেই অশান্তি শুরু হয় । পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ।