হাওড়া, 20 অক্টোবর : পুজোর সময়ে কালোছায়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM পরিষেবায় যুক্ত অস্থায়ী কর্মচারীদের ৷ চাকরি খোয়াতে পারেন হাজারেরও বেশি অস্থায়ী কর্মচারী । প্রতিবাদে রাজ্যে 24 ঘণ্টার জন্য বন্ধ ATM পরিষেবা । সমস্যায় গ্রাহকরা ।
চাকরি হারানোর আশঙ্কা ATM পরিষেবায় যুক্ত হাজারের বেশি অস্থায়ী কর্মচারীর - স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
দুশ্চিন্তায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM পরিষেবায় যুক্ত অস্থায়ী কর্মচারীরা । হাজারেরও বেশি অস্থায়ী কর্মচারী চাকরি খোয়াতে পারেন ৷
সংস্থার কর্মচারীরা জানিয়েছেন, গোটা রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হাজারেরও বেশি ATM পরিষেবা দেয় 5 টি বেসরকারি সংস্থা । কোরোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে এই সমস্ত ATM-এর B শিফট অর্থাৎ দুপুর দু'টো থেকে রাত দশটা পর্যন্ত যাঁরা কাজ করতেন তাঁদের সকলকে বসিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা । তার ফলে হাজারেরও বেশি কর্মচারী ও তাঁদের পরিবার পড়বেন সমস্যা । ইতিমধ্যেই বেশ কয়েক মাস ধরে সকলের বেতন হচ্ছে না ঠিক সময়, এমনকী এই বছর পাওয়া যায়নি পুজোর বোনাসও, তার উপরে যদি এই পরিস্থিতিতে সকলে চাকরি খোয়ান সে ক্ষেত্রে সকলেই সমস্যায় পড়বেন ।
তাই গতকাল গোটা রাজ্যে ATM পরিষেবা 24 ঘণ্টার জন্য বন্ধ রাখে অস্থায়ী কর্মচারীদের সংগঠন । সংস্থা যদি এতে কর্ণপাত না করে তাহলে তাঁরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে তারা । সংগঠনের সদস্য সুজয় দাস জানিয়েছেন, তাঁরা মাসের মাইনে মাসে পান না । পুজোর মুখে কোনও বোনাস দেওয়ারও উদ্যোগ নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের । উলটে এখন একটা শিফট তুলে দেওয়ার জন্য প্রায় 1 হাজার কর্মীর চাকরি চলে যাবে ও ছাঁটাই হবে । এই মুহূর্তে তাঁরা চরম বিপদের মুখে এসে দাঁড়িয়েছেন । তাই অবিলম্বে যদি এই সিদ্ধান্ত না বদল করে কর্তৃপক্ষ তাহলে পুজোর পরে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন করবেন ।