হাওড়া,19 অগাস্ট : ফের কোরোনার থাবা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে । এক সঙ্গে কোরোনা পজ়িটিভ 30 জন সন্ন্যাসী ও আশ্রমিক। তাঁদের প্রত্যেককে চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে বলে বেলুড় মঠ সূত্রে খবর । পাশাপাশি আরও জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তাঁদের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে । রিপোর্ট মেলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বেলুড় মঠ থেকে ।
বেলুড় মঠের 30 সন্ন্যাসী ও আবাসিক কোরোনায় আক্রান্ত - কোরোনা আক্রান্ত
বেলুড় মঠে 30 জন সন্ন্যাসী ও আশ্রমিক কোরোনায় আক্রান্ত ৷ আজ কোরোনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছানোর পর তড়িঘড়ি আক্রান্ত সন্ন্যামীদের মঠ থেকে সরিয়ে দেওয়া হয় ৷
গত সপ্তাহে প্রায় 600 জন মঠ বাসিন্দার কোরোনা পরীক্ষার জন্য র্যাপিড টেস্ট করা হয়। এই 30 জন সন্ন্যাসী ও আবাসিকের শরীরে মেলে ভাইরাসের উপস্থিতি । প্রসঙ্গত, এই টেস্ট করার কিছুদিন আগেই দুই সন্ন্যাসীর কোরোনা ধরা পড়েছিল। যদিও ইতিমধ্যেই তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। যদিও 25 মার্চ বন্ধ হয়েছিল প্রথমবার। এরপর প্রায় 80 দিন পর খোলা হয়েছিল মঠ চত্বর। তাও অনেক নিয়ম বিধি মেনে। এরপর 2 অগাস্ট বন্ধের আগে জানানো হয়, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বেলুড়মঠ ৷ মন্দির দর্শনেও নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এখনও বহাল সেই নির্দেশিকা। কবে খোলা হবে বেলুড়মঠ তা নিয়ে মঠ কর্তৃপক্ষ এখনও কিছুই জানায়নি।