পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Chintai : ব্যস্ত রাস্তায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, ছবি ধরা পড়ল সিসিটিভিতে

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে 10 লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা ৷ হাওড়ার বাঁকড়ায় দিনেদুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ তার ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷

হাওড়ার বাঁকড়া দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷
হাওড়ার বাঁকড়া দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷

By

Published : Aug 23, 2021, 7:21 PM IST

Updated : Aug 23, 2021, 7:51 PM IST

হাওড়া, 23 অগস্ট : চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই ৷ প্রকাশ্যে ব্যস্ত রাস্তায় 10 লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা ৷ দিনেদুপুরে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া মোড়ের কাছে । গোটা ঘটনাটিই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ সেই ভিডিয়ো ফুটেজের ভিত্তিতেই পুলিশ ইতিমধ্যেই দু'জনকে আটক করেছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, মদের দোকানের কর্মচারী বরুণ প্রামাণিক 10 লক্ষ টাকা নিয়ে স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । বাজারের ব্যাগে করে টাকা নিয়ে হেঁটেই যাচ্ছিলেন তিনি ৷ ব্যস্ত রাস্তার মধ্যেই দু'জন বাইক আরোহী হঠাৎই তাঁর সামনে এসে রাস্তা আটকায় । তাঁকে ঘিরে ধরে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় ৷ মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে । ঘটনাস্থলেই বেসামাল হয়ে পড়েন তিনি । তখনই তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালায় ৷ জাতীয় সড়ক ধরে উলুবেড়িয়ায় দিকে পালায় তারা ৷ টানা হেঁছড়ায় ব্যাগ থেকে এক লক্ষ টাকার একটি বান্ডিল রাস্তায় পড়ে যায় । গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয় । মদের দোকানের পক্ষ থেকে বাঁকড়া আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায়, টাকা নিয়ে ব্যাঙ্কে যাওয়ার সময় স্থানীয় একজন দুষ্কৃতীদের ইঙ্গিত করে ওই কর্মচারীকে চিনিয়ে দিচ্ছে । একই সঙ্গে রাস্তার পড়ে থাকা এক লক্ষ টাকার বান্ডিলটিও তুলে নিয়ে যাচ্ছে । পুলিশ ওই টিপার-সহ দু'জনকে আটক করেছে ৷ বাকিদের খোঁজে তাদের জিজ্ঞাসাবাদ চলছে ৷

হাওড়ার বাঁকড়া দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷

দোকানের কর্মচারী পার্থ সামন্ত জানিয়েছেন, ওই টিপার প্রায়ই তাঁদের দোকানে আসত । প্রতিদিনই ব্যাঙ্কে টাকা দিতে যাওয়ার বিষয়টি তার নজরে ছিল । তাই প্রথমে তাকেই সন্দেহ করা হয় এবং তা পুলিশকে জানানো হয় ।

আহত বরুণ প্রামাণিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । তিনি জানিয়েছেন, গত 30 বছর ধরে তিনি এই কাজ করছেন । কোনও দিন এমন ঘটনা ঘটেনি । আজ সকালে যখন তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে তখন তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন ।

আরও পড়ুন : Murder : বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত

Last Updated : Aug 23, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details