পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Robbery in Howrah ভোররাতে ডাকাতি হাওড়ায়, লুঠ নগদ টাকাসহ 20 ভরি সোনার গয়না - লুট 20 ভরি সোনার গয়না ও নগদ টাকা

ভোর রাতে হাওড়ায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল (Robbery in Howrah) । যার ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লভপুরের কালিতলা এলাকায় ।

Miscreants Loot gold jewellery cash in robbery at Howrah
Robbery in Howrah

By

Published : Aug 20, 2022, 6:43 PM IST

হাওড়া, 20 অগস্ট: রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতির হাওড়ায় ৷ জগৎবল্লভপুরের কালিতলা বাজারের কাছে 15 থেকে 20 ভরি সোনার গয়না লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীদল (Miscreants Loot gold jewellery cash in robbery) । জানা গিয়েছে, শনিবার ভোর 3টে নাগাদ 10-12 জনের একটি ডাকাতদল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী প্রভাসকুমার ঘোষের বাড়িতে হানা দেয় । ডাকাতদল বাড়িতে ঢুকে জিনিসপত্র লুঠপাট করার পাশাপাশি বাড়ির মহিলাদের মারধর করে বলেও অভিযোগ। বাড়ির লোকেদের আরও অভিযোগ, ওই ডাকাতদল বাড়ি থেকে 15 থেকে 20 ভরি সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে পালিয়ে যায় ।

অভিযোগ, দুষ্কৃতীদের প্রত্যেকের মুখই কাপড়ে ঢাকা ছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল । ঘটনার লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ । তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । যে সমস্ত অপরাধীর তথ্য পুলিশের রেকর্ডে রয়েছে উদ্ধার হওয়া অস্ত্রের উপরে হাতের ছাপ মিলিয়ে তাদেরকেই সনাক্তকরণের ব্য়বস্থা করা হবে।

পরিবারের সদস্য দেবজ্যোতি করণ বলেন, "10-12 জনের একটি দল রাত্রে বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে ঢোকে । আমাকে ও ছেলেকে অস্ত্র দিয়ে আঘাত করে । পিস্তলের বাট দিয়ে করা আঘাতে আমারও মাথা ফেটে যায় । কোনওক্রমে ছুরির আঘাত থেকে নিজেদের রক্ষা করি । এরপর বাড়ির মহিলা সদস্যদের চিৎকার চেঁচামেচিতে আমরা বাড়ি থেকে পালিয়ে যাই । সকলের হাতেই অস্ত্র ছিল ।"

ভোর রাতে হাওড়ায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল

আরও পড়ুন:হাওড়া স্টেশনে মিলল সাড়ে 38 লক্ষ টাকা, ধৃত 2

তাঁর ছেলে বলেন, "গভীর রাতে আমাদের উপরে হামলা হয় । বাড়ির ভেতরে ঢুকে আমাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ।" তাদের ফেলে যাওয়া অস্ত্র পুলিশ উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে । গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবারের সদস্যরা । ঘটনার পর পরিবারের সদস্যদের স্থানীয় চিকিৎসার জন্য পাঠানো হয় । ডাকাত দলটিকে সনাক্ত করতে ইতিমধ্যেই পার্শ্ববর্তী থানাগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details