হাওড়া, 20 অগস্ট: রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতির হাওড়ায় ৷ জগৎবল্লভপুরের কালিতলা বাজারের কাছে 15 থেকে 20 ভরি সোনার গয়না লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীদল (Miscreants Loot gold jewellery cash in robbery) । জানা গিয়েছে, শনিবার ভোর 3টে নাগাদ 10-12 জনের একটি ডাকাতদল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী প্রভাসকুমার ঘোষের বাড়িতে হানা দেয় । ডাকাতদল বাড়িতে ঢুকে জিনিসপত্র লুঠপাট করার পাশাপাশি বাড়ির মহিলাদের মারধর করে বলেও অভিযোগ। বাড়ির লোকেদের আরও অভিযোগ, ওই ডাকাতদল বাড়ি থেকে 15 থেকে 20 ভরি সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে পালিয়ে যায় ।
অভিযোগ, দুষ্কৃতীদের প্রত্যেকের মুখই কাপড়ে ঢাকা ছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল । ঘটনার লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ । তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । যে সমস্ত অপরাধীর তথ্য পুলিশের রেকর্ডে রয়েছে উদ্ধার হওয়া অস্ত্রের উপরে হাতের ছাপ মিলিয়ে তাদেরকেই সনাক্তকরণের ব্য়বস্থা করা হবে।