হাওড়া, 19 সেপ্টেম্বর: প্রায় আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল হাওড়ার বিধ্বংসী আগুন (Massive Fire at Howrah) ৷ চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ উল্লেখ্য, সোমবার হাওড়ার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Massive Fire Engulfs a Building) ৷ হাওড়া ময়দান এলাকার চিন্তামণি দে রোডের ওই বহুতলে বিভিন্ন বেসরকারি সংস্থার কার্যালয় ছাড়াও রয়েছে নানা ধরনের সামগ্রীর বিপণনী ৷ বহুতলের ব্যবসায়ীরাই হাওড়া থানা ও দমকলে অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়ে খবর দেন ৷ প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় ৷ পৌঁছে যায় হাওড়া থানার পুলিশও ৷ ঘটনাস্থলে পৌঁছেই বহুতলটি খালি করে দেন দমকলকর্মীরা ৷ একইসঙ্গে শুরু করা হয় আগুন নেভানোর কাজ ৷
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই ৷ তিনি জানান, পুলিশ ও দমকল অত্যন্ত তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতেরও কোনও খবর নেই ৷ যে বহুতলে আগুন লেগেছিল, ঘটনার সময় সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে ৷