হাওড়া, 18 নভেম্বর : কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হল তার দূর সম্পর্কের মেসোকে । অভিযুক্ত উত্তর 24 পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা । কিশোরী ক্লাস এইটের ছাত্রী ।
পোশাক বদলানোর ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল, ধর্ষণের অভিযোগ - man arrested for blackmailing a girl
পোশাক পরিবর্তনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে টানা দেড় বছর ধর্ষণের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷
2018 সালের 22 ফেব্রুয়ারি ঘটনার সূত্রপাত ৷ সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিল ওই কিশোরী ৷ তাদের সঙ্গে ছিল কিশোরীর দূর সম্পর্কের মেসো ৷ পুরীর হোটেলের ঘরে মোবাইল ফোনের ভিডিয়ো ক্যামেরা অন করে সেটি গোপন জায়গায় রেখে দিয়েছিল অভিযুক্ত । কিশোরী যখন ঘরে জামাকাপড় পালটাচ্ছিল, তখন ফোনে সেই ছবি রেকর্ড করা হয় । অভিযোগ, ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় দেড় বছর ধরে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে তার মেসো ৷
কিশোরীকে তার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যেত অভিযুক্ত ৷ তারপর কোনও হোটেল বা পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করত ৷ এরপর আবার ছুটির আগে স্কুলের সামনে ছেড়ে দিত ৷ দেড় বছর ধরে এমন চলছিল ৷ শেষ পর্যন্ত গত শনিবার ওই কিশোরী ঘটনাটি তার মাকে জানায় ৷ আজ অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য তাকে কিশোরী ফোন করে স্কুলের সামনে আসতে বলে । কিশোরীর পরিবারের লোকজন স্কুলের সামনে অপেক্ষা করছিল । অভিযুক্ত স্কুলের সামনে এসে কিশোরীকে সেখান থেকে নিয়ে যেতে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলে পরিবারের লোকজন ৷ এরপর তাকে নিশ্চিন্দা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷