কলকাতা, 31 অগস্ট: বারবার বলা হচ্ছে, কয়লাপাচার (West Bengal Coal Smuggling Scam), গরুপাচারের (West Bengal Cattle Smuggling Scam) টাকা নাকি কালীঘাটেও পাঠানো হয়েছে ! কালীঘাট বলতে ওঁরা (রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির) কী বলতে চাইছেন ? সেটা স্পষ্ট করুন ৷ নাম নিয়ে কথা বলুন ৷ বুধবার ঠিক এভাবেই বিরোধীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ প্রসঙ্গত, একের পর এক দুর্নীতি ইস্যুতে বর্তমানে নাজেহাল অবস্থা রাজ্যের শাসকদলের ৷ বিরোধী দলগুলির অভিযোগ, তৃণমূলের আমলে যত দুর্নীতি হয়েছে, তার সবেরই নেপথ্যে রয়েছেন তৃণমূলনেত্রী স্বয়ং ! এমনকী, এই ইস্যুতে বহুবার মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন বিরোধীরা ৷ এদিন কড়া ভাষায় সেই আক্রমণেরই জবাব দিলেন মমতা ৷
এদিনের সাংবাদিক বৈঠকের সূত্রপাত দুর্গাপুজো সংক্রান্ত ঘোষণা দিয়ে হলেও পরবর্তীতে পাচার ও দুর্নীতি ইস্যুতেও মুখ খোলেন মমতা ৷ বিরোধী রাজনৈতিক দল (মূলত বিজেপি) থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং একইসঙ্গে সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন তিনি ৷ মমতা বলেন, "যা চলছে, সেটাকে প্রতিহিংসা বলব, নাকি প্রকাশ্য হিংসা ?" মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুধুমাত্র তাঁর ভাবমূর্তি কলুষিত করতেই বিরোধীরা কুৎসা রটাচ্ছে ৷ এই রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন তৃণমূলনেত্রী ৷ তাঁর কথায়, "আমি সমাজসেবা করার জন্য রাজনীতিতে এসেছিলাম ৷ আজ যা হচ্ছে, এসব আমার ভালো লাগে না ৷ এইসব ডার্টি পলিটিক্স দেখলে আমি অনেক দিন আগেই রাজনীতি থেকে বিদায় নিতাম !"