হাওড়া, 21 জুলাই: দু'বছর পর ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের 'মেগা শো' ! 21 জুলাই (TMC 21 July Rally) উপলক্ষে আয়োজিত সমাবেশে উপচে পড়ল ভিড় ৷ বৃহস্পতিবার সকাল থেকেই গোটা রাজ্যের অভিমুখ ছিল কলকাতা ৷ বাসে, ট্রেনে, মালবাহী গাড়িতে দলে দলে তৃণমূলের নেতা ও কর্মীরা পৌঁছলেন শহরে ৷ সর্বত্রই ছিল উৎসবের মেজাজ ৷ এই আবহেই ভিন্ন ছবি ধরা পড়ল হাওড়ার (Howrah) সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকায় ৷ এখানেও বিভিন্ন যানবাহনে এসে পৌঁছন শাসকদলের সদস্যরা ৷ তেমনই কয়েকজনকে দেখতে পাওয়া গেল স্থানীয় মদের দোকানগুলির বাইরে ৷ বস্তুত, এদিন এই দোকানগুলির বাইরে ছিল ক্রেতাদের লম্বা লাইন ৷ যাঁদের একটা বড় অংশই হলেন বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী ! মদের বোতল কিনে ব্যাগ ভর্তি করতে দেখা গেল তাঁদের ৷ দেখা মিলল কয়েকজন মদ্যপেরও ৷ যাঁরা ক্যামেরার সামনেই নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করলেন !
মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা সঞ্জু চন্দ্র ৷ তিনিও মদের দোকানের লাইনে দাঁড়ালেন ৷ তারপর মদ কিনে ব্যাগে ভরে ফেরার সময়েই ইটিভি ভারতের প্রতিনিধি তাঁর মুখোমুখি হন ৷ জানতে চান, কী কারণে মদ কিনলেন তিনি ৷ জবাবে ওই যুবক জানান, মুর্শিদাবাদ থেকে তৃণমূলের নেতা ও কর্মীরা এসেছেন ৷ এমনকী, সংশ্লিষ্ট এলাকায় পঞ্চায়েত প্রধানও সেই বাসেই আছেন ৷ তাঁদের নির্দেশেই নাকি মদ কিনছেন তিনি ৷ ক্য়ামেরার আড়ালে সঞ্জু নিজের পরিচয় তৃণমূল কর্মী হিসাবে দিলেও ক্য়ামেরার সামনে নিজেকে বাসের কর্মী হিসাবে দাবি করেন তিনি ৷