পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কংক্রিটের জঞ্জালের মাঝে যেন অরণ্যের খোঁজ - গাছের পরিচর্যা

হাওড়ার মতো এক ঘিঞ্জি শহরের অন্যতম প্রাচীন এলাকা সালকিয়া । কিন্তু কংক্রিটের জঞ্জালে মুড়ে থাকা সেই সালকিয়ার মাঝেই এ যেন হদিশ দিয়েছে এক টুকরো অরণ্য ।

গাছের পরিচর্যা

By

Published : Sep 19, 2019, 6:35 AM IST

Updated : Sep 19, 2019, 8:04 AM IST

হাওড়া, 19 সেপ্টেম্বর : কংক্রিটের জঞ্জালের মাঝে এ যেন অরণ্যের হদিশ ।

যে দিকে তাকান সে দিকেই উঁকি দেবে আম-জাম-কাঠালের মতো গাছ থেকে শুরু করে লতানে হরেক রকম গাছ । যদিও ইতিহাস বলছে এলাকার বয়স প্রায় 700 বছর । মুঘল আমলের সিলিকা আজ সালকিয়া বলেই খ্যাত । হাওড়ার মতো এক ঘিঞ্জি শহরের অন্যতম প্রাচীন এলাকা এটি । কিন্তু কংক্রিটের জঞ্জালে মুড়ে থাকা সেই সালকিয়ার মাঝেই এ যেন হদিশ দিয়েছে এক টুকরো অরণ্য । কারণ, সেই এলাকাতে একটি সংস্থার উদ্যোগে নিয়মিত পরিচর্যা করা হচ্ছে প্রায় তিন হাজারের কাছাকাছি গাছের । শহরের মাঝে কামিনী স্কুল লেনে এ যেন সত্যিই সবুজ বিপ্লব ৷

এভাবেই চলে গাছের পরিচর্যা

সারা বিশ্ব জল সংকটের সামনে দাঁড়িয়ে রয়েছে ৷ এমন কী বিশ্ব উষ্ণায়ন যখন এক অন্যতম প্রধান ইশু ঠিক তখনই গাছ বিতরণী নয়, বরং সালকিয়া স্কুল লেনকে কার্যত গাছ দিয়ে মুড়ে ফেলেছেন এলাকার বাসিন্দারা । ছোটো-বড় দেশি-বিদেশি মিলিয়ে যেখানে প্রায় 3 হাজার গাছের সমারোহ শহরের বুকে টাটকা অক্সিজেনের ঠিকানা দেবে । ইতিহাসখ্যাত সিলিকা বা সালকিয়ার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে কংক্রিটের জঞ্জালে গাড়ির তীব্র শব্দে প্রাণ ওষ্ঠাগত হওয়ার কথা সেখানে সালকিয়া দুর্গোৎসব বারোয়ারি নামে এক পুজো কমিটির উদ্যোগে গড়ে ওঠা এই সবুজ প্রকল্পে আপনি ঢুঁ মারলেই শুনতে পাবেন নানা রকম পাখির কলকাকলি আর পাতার খসখসানি ৷ আপনার মনে হতেই পারে যে হঠাৎই হয়ত আপনি চলে এসেছেন শহর থেকে বহু দূরে কোনও অরণ্যের মাঝে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যেহেতু একটি নির্দিষ্ট পুজো কমিটির উদ্যোগে গড়ে উঠেছে অরণ্য তাই আলাদা মণ্ডপ করে এবারে পরিবেশ দূষণ করতে নারাজ কর্মকর্তারা । সারা বছর অক্লান্ত পরিশ্রমে তৈরি এই ছোট্ট বনানীর মাঝেই এবার দেবীর আরাধনায় মাততে চান তাঁরা । বলা যেতে পারে শহরের সবচেয়ে পুরোনো বারোয়ারি পুজো অর্থাৎ 148 বছরের পুরানো এই সালকিয়া দুর্গোৎসব বারোয়ারির থিমটা এবার এই 'গ্রিন প্রজেক্ট' । ফলে প্রকৃতির আসল রূপ আর পুজোর স্বাদ দুটো মিলিয়ে এবার বাঙালির কাছে এক নতুন উপস্থাপনা হাওড়া শহরের ।

Last Updated : Sep 19, 2019, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details