হাওড়া, 28 ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শেষ রবিবার জোটের ব্রিগেড সমাবেশ ৷ আর এই কর্মসূচি নিয়েই উচ্ছ্বসিত বাম-কংগ্রেস ৷ তাদের দাবি, এই সমাবেশই তৃণমূল-বিজেপিকে বুঝিয়ে দেবে এখনও পোক্ত রয়েছে বাম-কংগ্রেসের ভিত ৷ রবিবার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র দাবি করেন, তৃণমূল বা বিজেপি নয় ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে জয় আসবে বাম-কংগ্রেসের ঝুলিতেই ৷ সরকারও গড়বে তারাই ৷ যা শুনে কটাক্ষ করতে ছাড়েননি হাওড়ার আর এক বিধায়ক তথা তৃণমূল নেতা অরূপ রায় ৷ তিনি বলেন, এখন কংগ্রেসকে দূরবীন দিয়েও দেখা যায় না ৷
এদিন ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্য়ের নানা প্রান্তের মানুষ দলে দলে কলকাতায় আসেন ৷ অনেকেরই সফর শুরু হয় শনিবার রাত থেকে ৷ রবিবার সকালে ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছন অনেকে ৷ কেউ আসেন জলপথে লঞ্চে সওয়ার হয়ে ৷ তারপর হেঁটেই রওনা দেন ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে ৷
ঠিক ছিল, হাওড়া জেলা থেকে ব্রিগেডমুখী মূল মিছিলটি হবে শুরু হবে এদিন সকাল এগারোটায়। মিছিলে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে হাওড়া লঞ্চ ঘাটে উপস্থিত ছিলেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র ৷ তাঁর দাবি, রাজ্য রাজনীতিতে বাম-কংগ্রেস কতটা গুরুত্বপূর্ণ তা এদিনের এই সমাবেশই বুঝিয়ে দেবে বিজেপি-তৃণমূলকে ৷