পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুম্বই থেকে ফেরার পথে রহস্য মৃত্যু পরিযায়ী শ্রমিকের - howrah

ঝাড়খণ্ডের জগন্নাথপুর থানা এলাকায় মইদুল নামে ওই শ্রমিকের দেহ উদ্ধর হয় ৷ পরে তাঁর ছবি দেখে পরিবারের লোক শনাক্ত করেন ৷

migrant labour died Mysteriously
পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

By

Published : May 30, 2020, 6:34 PM IST

জগৎবল্লভপুর, 30 মে : মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনক মৃত্যু শ্রমিকের ৷ মৃত শেখ মইদুল আলি হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা ৷ পাঁচ মাসে আগে মুম্বইয়ে গেছিলেন শ্রমিকের কাজ করতে ৷ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার ৷

বিবি, পাঁচ মেয়ে এবং এক ছেলে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন মইদুল আলি ৷ তাই হাওড়ার জগৎবল্লভপুরের বাদুবেলিয়া গ্রাম থেকে মুম্বইয়ের মালাডে পাড়ি দেন ৷ পাঁচ মাস আগে সেখানে গেছিলেন মইদুল ৷ লকডাউনের জেরে গত দু’মাস ধরে আয় বন্ধ ৷ মুম্বইতে আটকে পড়েন এবং ধীরে ধীরে টাকা-পয়সা শেষ হতে থাকে ৷ পরিবার সূত্রে খবর, 22 মে পাঁচ বন্ধুর সঙ্গে বাসে করে হাওড়ার উদ্দেশে রওনা দেন মইদুল ৷ 24 মে তাঁর সঙ্গে শেষবার কথা হয় বিবির ৷ সেইসময় নাগপুরে ছিলেন তিনি ৷ এরপর থেকে তাঁকে ফোনে পাননি পরিবারের লোকজন ৷

স্থানীয় সূত্রে খবর, 27 মে ঝড়খণ্ডের জগন্নাথপুর থানার পুলিশ মইদুলের পরিবারকে ফোন করে ৷ জানানো হয়, মইদুলের মৃতদেহ রাস্তার পাশে থেকে উদ্ধার হয়েছে ৷ ঘটনার পর তাঁর পরিজনদের পক্ষ থেকে পুলিশকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে বলা হয় ৷ ছবি দেখে পরিবারের লোক তাঁকে শনাক্ত করে ৷ স্থানীয় পঞ্চায়েত ও জগৎভল্লভপুর থানার পুলিশের সহযোগিতায় মইদুলের দেহ নিতে ঝাড়খণ্ড যায় তাঁর পরিবার ৷ মৃতদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানা ৷ মৃতের পরিবার সূত্রে খবর, মইদুলের সঙ্গে উলুবেড়িয়ার বাসিন্দা তাঁর আরও পাঁচ বন্ধু ছিলেন ৷ কিন্তু তাঁরা এই বিষয়ে মৃতের পরিবারকে কিছু জানাতে চাননি বলে অভিযোগ ৷ মইদুলের মৃত্যুর পর কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় পড়েছেন পরিবারের লোকজন ৷ তাঁর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার ৷

পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details