হাওড়া, 10 অক্টোবর : হাওড়া ব্রিজের (Howrah Bridge) মুকুটে লাগতে চলছে আরেকটি পালক । নতুন আঙ্গিকে তুলে ধরা হবে রবীন্দ্র সেতুকে ৷ এমনটাই ভাবনা বন্দর কর্তৃপক্ষের । প্রকল্পের সম্মতি পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা, এমনটাই জানা যাচ্ছে বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে ।
হাওড়া ব্রিজে বসানো হবে আধুনিক ট্রান্সপারেন্ট এলইডি স্ক্রিন । যাতে সন্ধে নামলেই হাওড়া ব্রিজের মাঝখানে দেখা যাবে লাইট অ্যান্ড সাউন্ড শো (Light and Sound Show) । ব্রিজের ঠিক মাঝখানে বসানো হবে এই স্ক্রিনটি । এটি এমনভাবে তৈরি হবে, যাতে খালি চোখে সহজে স্ক্রিনটি চোখে পড়বে না । এই স্ক্রিনটি আয়তনে প্রায় 1200 বর্গমিটার । তবে দিনের বেলায় এই স্ক্রিনের কারণে হাওড়া ব্রিজের ভিউ-এ কোনও বদল আসবে না । তবে রাত নামলেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড ।
এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই সংস্কৃতি মন্ত্রকের কাছে জমা পড়েছে প্রস্তাব । মোট 35 কোটি টাকার এই প্রস্তাব পাঠিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ । এই প্রস্তাবে অনুমোদন মিললেই প্রকল্পের কাজ শুরু হবে ৷ আর দ্রুত অনুমোদন মিলবে বলে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ ।