হাওড়া, 24 অগস্ট: খড়্গপুর থেকে গ্রেফতার শালিমারের জিআরপির লকআপ থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্ত ৷ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করেছে খড়্গপুর থানার পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷ চলতি মাসের 19 তারিখ দুই অভিযুক্তক খুনের মামলায় আদালতে পেশ করা হয় । বিচারক তাঁদের দু‘জনকে তিনদিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন (Kharagpur police nabbed two murder accused ) । তার মধ্যেই 21 অগস্ট রবিবার শালিমার জিআরপির লকআপ ভেঙে তাঁরা পালিয়ে যায়। কর্তব্যে গাফিলতির দায়ে জিআরপির তিনজন অধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে খবর জিআরপি সূত্রে ৷
থানায় সিসিটিভি ক্যামেরা থাকা এখন বাধ্যতামূলক ৷ শালিমারে জিআরপির লকআপটি বেশ পুরনো দিনের। এখানে সিসিটিভির নজরদারি ছিল না । পাশাপাশি লকাপের রক্ষণাবেক্ষণও সেভাবে হয়নি বহুদিন। নজরদারিও অভাব ছিল বলে জানা গিয়েছে। সেই সুযোগে লকআপ ভেঙে পালিয়ে যায় রাজু ও সমিরুল।