পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

IRCTC Tour Package: পুজোর আগে ভ্রমণ প্যাকেজের ঘোষণা আইআরসিটিসি'র

সামনেই পুজো তার আগে আইআরসিটিসি (IRCTC) পূর্বাঞ্চল বিভাগের পক্ষ থেকে ভ্রমণ প্যাকেজের (Tour Package) ঘোষণা করা হল । এতে পাওয়া যাবে কনফার্ম টিকিটের সুবিধা । এছাড়াও এই প্যাকেজগুলিতে পাওয়া যাবে থাকা, খাওয়া ও সাধারণ গাড়িতে সাইড সিন করার ব্যবস্থা ।

IRCTC announces tour package for upcoming Durga Puja
IRCTC announces tour package for upcoming Durga Puja

By

Published : Sep 15, 2022, 9:42 PM IST

হাওড়া, 15 সেপ্টেম্বর: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর ৷ আসন্ন পুজোর মরশুমে (Durga Puja) ভ্রমণার্থীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation) ৷

আইআরসিটিসি (IRCTC) পূর্বাঞ্চল বিভাগের পক্ষ থেকে এই ভ্রমণ প্যাকেজের ঘোষণা করা হয় । এতে পাওয়া যাবে কনফার্ম টিকিটের সুবিধা । এছাড়াও এই প্যাকেজগুলিতে পাওয়া যাবে থাকা, খাওয়া ও সাধারণ গাড়িতে সাইড সিন করার ব্যবস্থা । সমস্ত প্যাকেজে জিএসটি লাগু হবে বলেই জানিয়েছে আইআরসিটিসি । সংস্থার পক্ষ থেকে যে প্যাকেজগুলি ঘোষণা করা হয়েছে,সেগুলি হল:

প্যাকেজে পাওয়া যাবে কনফার্ম টিকিটের সুবিধা
  • 2 দিন ও 1 রাত্রির ভিস্তাডম ট্যুর প্যাকেজ । এই প্যাকেজের শুরু 8 হাজার 780 টাকা থেকে । প্যাকেজের কোড EHR096 । প্রতি শুক্রবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
  • 5 দিন ও 4 রাত্রির দার্জিলিং-গ্যাংটক আরটিপি টয় ট্রেন । এই প্যাকেজের শুরু 31 হাজার 500 টাকা থেকে । প্যাকেজের কোড EHR102 । প্রতি শনিবার ও রবিবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
  • 8 দিন ও 7 রাত্রি হিমালয়ান গোল্ডেন ট্রায়াঙ্গেল রেল ট্যুর টয় ট্রেন । এই প্যাকেজের শুরু 36 হাজার 465 টাকা থেকে । প্যাকেজ কোড EHR106 । প্রতি শুক্রবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
  • 6 দিন ও 5 রাত্রি তিরুপতি রেল ট্যুর প্যাকেজ (ভাগলপুর ব্যতীত)। এই প্যাকেজের শুরু 16 হাজার 690 টাকা থেকে। প্যাকেজ কোড EHR102 । প্রতি বুধবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
    প্যাকেজে পাওয়া যাবে কনফার্ম টিকিটের সুবিধা
  • 5 দিন ও 4 রাত্রি বুদ্ধগয়া সার্কিট রেল ট্যুর (হাওড়া ব্যতীত)। এই প্যাকেজের শুরু 27 হাজার 770 টাকা থেকে । প্যাকেজ কোড EHR111 । প্রতি শুক্রবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
  • 11 দিন ও 10 রাত্রি চন্ডিগড় শিমলা রেল ট্যুর (হাওড়া ব্যতীত) । এই প্যাকেজের মূল্য শুরু 31 হাজার 500 টাকা থেকে। প্যাকেজ কোড EHR102 । প্রতি শুক্রবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
  • 5 দিন ও 4 রাত্রি ডুয়ার্স রেল ট্যুর (শিয়ালদহ ব্যতীত) । এই প্যাকেজের শুরু 14 হাজার 20 টাকা থেকে । প্যাকেজ কোড EHR112 । প্রতি শুক্রবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
    পুজোর আগে ভ্রমণ প্যাকেজের ঘোষণা আইআরসিটিসি'র
  • 8 দিন ও 7 রাত্রি বৈষ্ণদেবী ভায়া অমৃতসর রেল ট্যুর (হাওড়া ব্যতীত)। এই প্যাকেজের শুরু 20 হাজার 810 টাকা থেকে । প্যাকেজ কোড EHR113 । প্রতি শনিবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।
  • 9 দিন ও 8 রাত্রি ম্যাজেস্টিক নর্থ ইস্ট রেল ট্যুর । (হাওড়া ব্যতীত) । এই প্যাকেজের শুরু 31 হাজার 650 টাকা থেকে । প্যাকেজ কোড EHR114 । প্রতি শুক্রবার এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন যাত্রীরা ।

আরও পড়ুন:পর্যটকদের জন্য চারটি পুজো স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল

এছাড়াও প্যাকেজ সম্বন্ধিত বিস্তারিত তথ্যের জন্য আইআরসিটিসির ওয়েবসাইট অথবা কলকাতায় পূর্ব রেলের কয়লাঘাটার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে যাত্রীদের (IRCTC announces tour package for upcoming Durga Puja) ।

ABOUT THE AUTHOR

...view details