হাওড়া, 11 জুন: মুখ্যমন্ত্রীর আবেদনই সার ৷ এখনও পুরোপুরি স্বাভাবিক হল না হাওড়ার পরিস্থিতি (Howrah Chaos) ৷ পয়গম্বর বিতর্ককে (Prophet Remarks Row) ইস্যু করে প্রতিবাদের জেরে অশান্তি ছড়িয়েছে জেলার নানা অংশে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) আন্দোলনকারীদের শান্তি বজায় রাখার আবেদন জানালেও তাতে বিশেষ লাভ হয়নি ৷ এই অবস্থায় পরিস্থিতি যাতে নতুন করে আরও খারাপ না হয়, তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ করল পুলিশ ও প্রশাসন ৷ হাওড়ার মহকুমাশাসক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী 13 জুন সকাল 6টা পর্যন্ত এই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ৷ পাশাপাশি, আইন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই 50 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশের বক্তব্য, গুজব ঠেকাতেই ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখা হচ্ছে ৷ পাশাপাশি, জমায়েতের উপরেও রাশ টানা হচ্ছে ৷ কোথাও পাঁচজনের বেশি মানুষ একত্রিত হলেই পুলিশের কর্মীরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিচ্ছেন ৷ তবে, পুলিশ ও প্রশাসনের অবস্থান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী বিজেপি ৷ তাদের বক্তব্য, যখন এলাকায় অশান্তি ছড়াল, তখনই কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? কেন অশান্তি শুরু হওয়ার 72 ঘণ্টা পর ধরপাকড় শুরু করা হল?