পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

একই ইশুতে 2 বার মিছিল, অন্তর্দ্বন্দ্ব তৃণমূলে

একই ইশু নিয়ে বারবার মিছিলের জেরে অন্তর্দ্বন্দ্ব সমবায় মন্ত্রী অরূপ রায় এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ।

ছবি
ছবি

By

Published : Nov 29, 2020, 10:59 PM IST

হাওড়া, 29 নভেম্বর : দলীয় কর্মসূচির বৈধতা নিয়ে অন্তর্দ্বন্দ্ব তৃণমূলে ৷ একটি মিছিলকে কেন্দ্র করে প্রকাশ্যে এল সেই সমস্যা ৷ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝামেলা বাধে ৷

ঘটনার সূত্রপাত আজ বিকেল ৷ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি মিছিল আয়োজন করে তৃণমূল ৷ ওই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ৷ এর আগে 26 নভেম্বর একই ইশুতে অরূপ রায়ও মিছিল করেন ৷ সমস্যা তৈরি হয় এখানেই ৷ একই ইশু নিয়ে আবারও কেন মিছিল বের হল তাই নিয়ে বিভ্রান্তি তৈরি হয় তৃণমূলের ভিতর ৷ তার উপর আজকের মিছিলে আমন্ত্রণ জানানো হয়নি অরূপ রায়কে ৷ মিছিলের ব্যানারে মুখ্যমন্ত্রী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে ৷ আর এতেই চটে যান অরূপবাবু ৷

তৃণমূলের মিছিল

তিনি জানান, বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে ৷ দল এই বিষয়ে ব্যাবস্থা নেবে । যদিও, মন্ত্রীর দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী জানান, তাঁরা মিছিল করার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন । তারপরই আজকে এই মিছিল সংঘটিত করছেন । তবে, এইভাবে জেলার বুকে বিবাদমান দুই গোষ্ঠীর কাজিয়াতে দলের নিচু তলার কর্মীদের মধ্যে যে ধোঁয়াশা বাড়ছে সে কথা স্বীকার করছে ওয়াকিবহাল মহল ।

এর আগে বালিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন শাসকদলেরই প্রাক্তন পৌর প্রতিনিধি তফজিল আহমেদ । তিনি প্রকাশ্যে বিধায়কের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে অঞ্চলে কাজ না করার বিরুদ্ধে সরব হন ।

গতকাল শিবপুর বিধানসভার ৫ বারের বিধায়ক জটু লাহিড়ী দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হন । তিনি বলেন, বাইরের লোক নিয়ে এসে ভোটে জেতা যায় না । পাশাপাশি তাঁকে যেভাবে প্রশান্ত কিশোরের লোকেরা নির্দেশ দিচ্ছে তাতেও তিনি যথেষ্ট ক্ষুব্ধ বলেই জানিয়ে দেন ।

ABOUT THE AUTHOR

...view details