হাওড়া, 31 মার্চ : লকডাউনের মাঝেই বালিতে মহাদেব জুট মিলের সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা । জমায়েত করলেন শতাধিক শ্রমিক ।
লকডাউনের মাঝেই বালিতে বেতনের দাবিতে বিক্ষোভ জুট মিল শ্রমিকদের - Lock Down in state
বেতনের দাবিতে লকডাউনের মাঝেই হাওড়ার মহাদেব জুট মিলের সামনে শ্রমিকদের বিক্ষোভ ।
গতকালই শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল বলে জানা গেছে । কিন্তু, তাঁদের বেতন আটকে দেওয়া হয় বলে অভিযোগ । বেতনের বদলে 1হাজার 500 টাকা করে অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করা হয় । কিন্তু এই পরিস্থিতিতে ওইটুকু টাকায় সংসার চলবে না বলে জানান বিক্ষোভাকারী শ্রমিকরা ।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ ও RAF । শ্রমিকদের বক্তব্য, ন্যায্য বেতন দেওয়া হলে তাঁরা দু'মুঠো খেয়ে সংসার চালাতে পারবেন । যদিও মিল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লকডাউন পরিস্থিতির জন্য সবকিছু বন্ধ থাকায় এই মুহূর্তে পুরো বেতন দেওয়া সম্ভব নয় । তাই 1 হাজার 500 টাকা করে অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্তু শ্রমিকরা তা মানতে চাইছেন না ।