হাওড়া, 16 মার্চ : দেশের সবচেয়ে বড় অর্থোপেডিক রেল হাসপাতালে শিরোপা মিলেছিল অনেক আগেই । এবার সেই মুকুটে নতুন পালক । হাওড়া রেল অর্থোপেডিক হাসপাতাল উত্তীর্ণ হল মেডিকেল কলেজে ।
মেডিকেল কলেজে উত্তীর্ণ হল হাওড়া রেল হাসপাতাল
হাওড়া রেল অর্থোপেডিক হাসপাতাল উত্তীর্ণ হল মেডিকেল কলেজে ।
এতদিন পর্যন্ত অর্থোপেডিক সংক্রান্ত চিকিৎসা হত এই হাসপাতালে । কিন্তু এবার থেকে এ বিষয়ে পড়াশোনাও করানো হবে এই হাসপাতালে । হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট জানান, চলতি বছর থেকেই মেডিকেল কলেজ হিসেবে ডাক্তারদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পড়ানোর অনুমতি মিলেছে ৷ প্রথম পাঁচ বছর দু'জন MBBS পাশ করা পড়ুয়া পোস্ট গ্র্যাজুয়েট অর্থোপেডিক্স নিয়ে পড়তে পারবে ৷ পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে করা হবে 6 কিংবা তার বেশি ৷
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে রেলের নিজস্ব অর্থোপেডিক হাসপাতাল রয়েছে । তার মধ্যে সবচেয়ে বড় হাওড়ার এই অর্থোপেডিক হাসপাতালটি । সর্বমোট 6 জন সার্জেন রয়েছেন এই হাসপাতালে । মেডিকেল কলেজের কাজ শুরু হলে জুনিয়র ডাক্তাররাও পরিষেবা দেবেন রোগীদের ।