পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জমা জল ও পানীয় জলের সমস্য়া মেটাতে উদ্যোগী হাওড়া পৌরনিগম

করোনা আবহেই হাওড়ায় জমা জল ও পানীয় জলের সমস্য়া মেটাতে উদ্যোগী পৌরনিগম কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার জরুরি ভিত্তিতে হল বৈঠক ৷ উপস্থিত ছিলেন পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য ও সংশ্লিষ্ট সমস্ত দফতরের আধিকারিকরা ৷

wb_hwh_02_hmc board of administrator meeting_wb10026
জমা জল ও পানীয় জলের সমস্য়া মেটাতে উদ্যোগী হাওড়া পৌরনিগম

By

Published : May 18, 2021, 5:58 PM IST

হাওড়া, 18 মে : কোভিড পরিস্থিতির মধ্যেই শহরের নিকাশিব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ নিচ্ছে হাওড়া পৌরনিগম ৷ কয়েকদিন আগেই হাওড়া পৌরনিগমে নিযুক্ত হয়েছে প্রশাসকমণ্ডলী ৷ মঙ্গলবার, প্রথমবার প্রশাসকমণ্ডলীর সদস্যরা হাওড়া পৌর নিগমের ওয়ার্ডগুলির দৈনন্দিন জীবনের সমস্যাগুলিকে চিহ্নিত করে পরিষেবা বজায় রাখার জন্য কী কী করণীয়, তা নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন ৷

এদিন হাওড়া শরৎ সদনে পৌরনিগমের নিকাশি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের নিয়ে বৈঠক করেন হাওড়া পৌরনিগমের সদ্য নিযুক্ত পৌর প্রশাসকমণ্ডলীর সদস্যরা ৷ বৈঠকে বৃষ্টির জমা জল দ্রুত নিষ্কাশন করা নিয়ে আলোচনা করা হয় ৷

এই প্রসঙ্গে পৌর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানান, বৃষ্টির পর জমে থাকা জল একটা বড় সমস্যা হাওড়া শহরে ৷ এর অন্যতম কারণ বহু পরিমাণে প্লাস্টিকের ব্যবহার ৷ তবে তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত বলেই জানান অরূপ ৷ সমস্য়া সমাধানে যাবতীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

শহরের বিভিন্ন সমস্য়া মেটাতে জরুরি বৈঠক হাওড়া পৌর প্রশাসনের ৷

পাশাপাশি এদিন অরূপ জানান, কিছু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে ৷ হাওড়ার পদ্মপুকুরের জলপ্রকল্পটি পুরোদমে চালু হয়ে গেলেই এই সমস্যা মিটে যেত ৷ কিন্তু কাজ শুরু হয়ে যাওয়ার পর পোর্ট ট্রাস্টের আপত্তিতে পৌর কর্তৃপক্ষকে আবার প্রকল্পের জায়গা বদল করতে হয় ৷ তাই অনেকটা বেশি সময় লাগছে ৷ তবে দ্রুত এই কাজ শেষ করা হবে ৷

আরও পড়ুন :হাওড়া শহরে হকারদের টিকাকরণ শুরু

চেয়ারম্য়ান জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত কর্মীদের মাধ্যমে পৌরনিগমের পরিষেবা দেওয়ার কাজ চলছে ৷ এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্য়ের মন্ত্রী অরূপ রায়, পৌরনিগমের কমিশনার, বিধায়ক গৌতম চৌধুরী ও ভাস্কর ভট্টাচার্য-সহ অন্য আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details