পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Illegal Arms Recovery : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় হাওড়া সিটি পুলিশ, 24 ঘণ্টায় তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজ্যে মজুত থাকা বেআইনি অস্ত্র, বোমা উদ্ধার করতে হবে (Special Drive of West Bengal Police to Recover Illegal Arms) ৷ নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই নির্দেশের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে অভিযান ৷ গত 24 ঘণ্টায় 3টি বেআইনি অস্ত্র উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police Recovered Few Illegal Arms) ।

howrah-city-police-recovered-few-illegal-arms
Illegal Arms Recovery : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সক্রিয় হাওড়া সিটি পুলিশ, 24 ঘণ্টায় তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার

By

Published : Mar 25, 2022, 6:18 PM IST

কলকাতা, 25 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) নির্দেশে রাজ্যজুড়ে 10 দিনের স্পেশাল ড্রাইভ শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ লক্ষ্য রাজ্যে মজুত থাকা বেআইনি অস্ত্র, বোমা উদ্ধার (Special Drive of West Bengal Police to Recover Illegal Arms) ৷ তারপরই হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে সমস্ত থানা থেকেই বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হয় ।

গত 24 ঘণ্টায় 3টি বেআইনি অস্ত্র উদ্ধার করেছে সিটি পুলিশ (Howrah City Police Recovered Few Illegal Arms) । যার মধ্যে 2টি শিবপুর থানা এলাকা ও আরেকটি সাঁকরাইল থানা এলাকা থেকে উদ্ধার করে সিটি পুলিশ । বিভিন্ন এলাকায় যাঁরা পুলিশের সোর্স হিসাবে কাজ করেন, মূলত তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই রেড করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে (কলকাতা বাদে) ডিজি-র নির্দেশ, অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা উদ্ধারে অভিযান চালাতে হবে । বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জোনাল আইজি-এডিজিরাও জেলায় জেলায় ওই অভিযানের তত্ত্বাবধান করবেন । তার তথ্য পৃথক ভাবে জানাতেও হবে ।

ডিজি-র আরও নির্দেশ ছিল, রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষ অথবা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গোষ্ঠী সংঘর্ষ ঠেকাতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগকে আরও বেশি তৎপর হতে হবে । প্রতিটি থানা এলাকায় চিহ্নিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। দু’দিনের মধ্যে করতে হবে ‘রাফ-রেজিস্টারের’ পরিমার্জন । বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জোনাল আইজি-এডিজিরা অপরাধ তত্ত্বাবধানের নথি তৈরি করবেন । আগামী 10 দিন ওই সব অপরাধ এবং পদক্ষেপের তথ্য রিপোর্ট আকারে তৈরি করতে হবে ।

এছাড়াও গোয়েন্দা তথ্য জোরদার করার নির্দেশ দিয়েছে নবান্ন । সেখানে বলা হয়েছে, এলাকার স্পর্শকাতরতার উপরে নির্ভর করে ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েতগুলির সম্পর্কে তথ্য তৈরি করতে হবে এবং সেই অনুসারে জেলা পুলিশ সুপার, ওসিদের মাধ্যমে পদক্ষেপ নিশ্চিত করতে হবে । সিনিয়র অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে । নবান্নের নির্দেশ, কলকাতার নিকটবর্তী জেলা এবং কমিশনারেটের আওতায় থাকা পদস্থ পুলিশ কর্তারা বিনা অনুমতিতে এলাকা ছাড়তে পারবেন ।

রাজ্য পুলিশ সূত্রের দাবি, বৃহস্পতিবার থেকে রাজ্যের থানাগুলিকে নিজের এলাকার দুষ্কৃতীদের তালিকা (রাফ রেজিস্টার) তৈরি করতে বলা হয়েছে । তাদের বর্তমান ঠিকানা লিখে রাখতে হবে । ওই রাফ রেজিস্টার থানাগুলি মানছে কি না, তা এসপিদের দেখতে বলা হয়েছে । এলাকায় শান্তি বজায় রাখতে দুষ্কৃতীদের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নিতেও বলা হয়েছে । ভোটের আগে এলাকায় শান্তি বজায় রাখতে অনেক সময়ে যা করা হয় ।

রাজ্য পুলিশের একটি অংশের মতে, আগে জেলাগুলির সঙ্গে সিআইডি রাজ্যজুড়ে বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাত । ফলে রাজ্যজুড়ে নিয়মিত বেআইনি অস্ত্র ধরা পড়ত । অভিযোগ, সিআইডি এখন ওই অভিযান নিয়মিত করে না । রাজ্য পুলিশের এসটিএফ মাঝেমধ্যে অস্ত্রের বিরুদ্ধে অভিযান করলেও, সাধারণ দুষ্কৃতীদের হাতে পৌঁছে যাওয়া অস্ত্র উদ্ধার মূলত জেলা পুলিশ করে । উত্তরবঙ্গের এক পুলিশ অফিসারের কথায়, সময়ের সঙ্গে দুষ্কৃতীদের সঙ্গে রাজনৈতিক যোগ বেড়েছে । আর এর জেরেই পুলিশের একটি অংশের সক্রিয়তা কমে গিয়েছে ।

আরও পড়ুন :WB Police Special Operation : মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলাকে বেআইনি অস্ত্র ও বোমা মুক্ত করতে নামছে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details