হাওড়া, 14 জুলাই : কোরোনা আবহে দুস্থ এবং কর্মহীন মানুষদের জন্য খাবারের বন্দোবস্ত করল হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার গোলাবাড়ি থানার উদ্যোগে চালু হল পুলিশের নতুন কর্মসূচি "অন্নভোগ" । প্রতিদিন প্রায় 500 জন মানুষকে দিনে একবার ভরপেট খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার হাওড়া ফায়ার স্টেশন অফিসের কাছে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পের উদ্বোধন করেন হাওড়া সিটি পুলিশের DC নর্থ প্রবীণ প্রকাশ।
দুস্থ এবং কর্মহীন মানুষদের জন্য খাবারের বন্দোবস্ত করল হাওড়া সিটি পুলিশ
হাওড়া সিটি পুলিশের নতুন উদ্যোগ "অন্নভোগ" । এই প্রকল্পে 500 জন দুস্থ এবং কর্মহীন মানুষকে দিনে একবার ভরপেট খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে।
তিনি জানান, আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। অন্যদিকে উত্তর হাওড়ার অন্যতম বড় বাজার হরগঞ্জ বাজার আজ জীবাণুমুক্ত করা হয়। মালিপাঁচঘরা থানার পুলিশ পৌরনিগমের সহযোগিতায় বাজার স্যানিটাইজ় করে। এই বাজার বর্তমানে বন্ধ রাখা হয়েছে। তবে পরশু থেকে খোলা হবে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না ।
হাওড়ায় সালকিয়া সংক্রমণ অন্যতম কেন্দ্রবিন্দু। রাজ্যে সবচেয়ে বেশি কোরোনা আক্রান্তের নিরিখে প্রথম তিনের দৌঁড়ে রয়েছে হাওড়া। ফলে হরগজ্ঞ বাজার এর মতো বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে অতিরিক্ত নজরদারি চালাতে চলেছে প্রশাসন। হরগঞ্জ বাজার হাওড়া পৌর নিগমের এক নম্বর বোরো অফিসের কাছে। শুধু তাই নয় উত্তর হাওড়ার অন্যতম জনবহুল এলাকায় হরগঞ্জ চত্বর। বাজার চত্বর স্যানিটেশনের কাজ এদিন করা হয়। সেইসঙ্গে বাজারে প্রবেশের ব্যাপারে বাধ্যতামূলক সহ একাধিক বিধি-নিষেধ আরোপ করতে চলেছে প্রশাসন।