হাওড়া, 17 অক্টোবর:কোনা এক্সপ্রেসওয়ের জানা গেটের কাছে দুর্ঘটনা (Howrah Accident) ৷ দ্রুত গতিতে আসা একটি ট্রালার নিয়ন্ত্রণ হারিয়ে হনুমান মন্দিরে ধাক্কা মারে ৷ ঘনটাস্থলেই মৃত্য়ু হয় ট্রলারের চালকের (Accident death in Howrah) ৷ রবিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা। ক্রেনের সাহায্যে ট্রলারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনার ক্ষতিগ্রস্থ হয়েছে একটি হুনুমান মন্দির ও স্থানীয় একটি দোকানের ৷ যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি পুলিশের তোলার হাত থেকে বাঁচতেই ট্রলারের গতি বাড়ান চালক । আর তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। অভিযোগ সম্পর্কে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি ।
আরও পড়ুন: দশমীর রাতে দু'টি বাইক দুর্ঘটনা, পুরুলিয়ায় মৃত 4 যুবক