পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Howrah Municipal Corporation ডেঙ্গি ও ম্যালেরিয়া রোধে বেসরকারি চিকিৎসকদের পরামর্শ নেবে হাওড়া পৌরনিগম - HMC to consult private doctors

সরকারি ব্যবস্থাপনা ছাড়াও ডেঙ্গি (Dengue) ও ম্যালেরিয়া (Malaria) রোধে বেসরকারি চিকিৎসকদের যুক্ত করার উদ্যোগ হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরা (Doctors) ।

HMC to consult doctors to prevent dengue and malaria
Howrah Municipal Corporation

By

Published : Aug 24, 2022, 9:52 PM IST

হাওড়া, 24 অগস্ট: হাওড়া পৌরনিগমের ডেঙ্গি মোকাবিলার উদ্যোগে এবার সামিল হচ্ছেন বেসরকারি চিকিৎসকেরাও । বুধবার হাওড়া শরৎসদনে পৌর এলাকার মধ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য বেসরকারি চিকিৎসকদের থেকেও পরামর্শ চাওয়া হয় । তাঁদের অভিজ্ঞতা ও চিকিৎসার কৌশলকেও হাতিয়ার করতে চলেছে হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) ।

পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, তাঁরা কোভিডের মতোই ডেঙ্গি (Dengue), ম্যালেরিয়া (Malaria) রোধে কার্যকর ব্যবস্থা নিতে চলেছেন । আর সেই লক্ষেই তাঁরা শহরের বেশ কয়েকজন চিকিৎসককে বুধবার ডেকেছিলেন । তাঁদের সঙ্গে মত বিনিময় হয়েছে । চিকিৎসকেরাও এই কাজে পৌরনিগমকে যথাযথ সাহায্য ও পরামর্শ দেবেন বলেই জানিয়েছেন (HMC to consult private doctors) । প্রশাসক আরও জানান, ইতিমধ্যে শহরে ডেঙ্গির অভিযোগ আসছে । তাই তাঁরা ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিহত করার উদ্যোগ নিয়েছেন।

শহরের চিকিৎসকেরা তাঁদের এলাকার চিত্র সম্বন্ধে ওয়াকিবহাল । তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগলে এই কাজে আরও সুবিধা হবেই বলে সুজয় চক্রবর্তী দাবি করেন । তিনি আরও জানান, ইতিমধ্যেই তাঁরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ পৌরনিগম ও জেলা স্বাস্থ্য অধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন । তাতে ভালোই সাড়া পাওয়া গিয়েছে । এছাড়াও পৌরনিগম ও স্বাস্থ্য দফতরের যে পরিকাঠামো রয়েছে তার সঙ্গে এই চিকিৎসকদের যুক্ত হওয়ার কাজ সম্পূর্ণ হলে, আরও সুচারুভাবে শহরে ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলাতে পৌরনিগম সাফল্যের সঙ্গে কাজ করতে পারবেন বলেই আশাবাদী তিনি ।

হাওড়ার বামুনগাছির বাসিন্দা চিকিৎসক টিএন কর্মকার-সহ অন্যান্য অনেক চিকিৎসক আজকের এই আলোচনা সভাতে অংশ নেন । চিকিৎসক টিএন কর্মকার জানান, তিনি পৌরনিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন । সরকারিস্তর ও চিকিৎসায় কর্মরত চিকিৎসকদের মেলবন্ধন ঘটানো গেলে তা ভালো হবে । তিনি আরও জানান, গত বছরেও এই ধরণের প্রয়াস করা হয়েছিল । এতে ডেঙ্গি ও ম্যালেরিয়ার বিরোধী লড়াই আরও মজবুত হবে ।

আরও পড়ুন:পিএফ, গ্র্যাচুইটি ও পেনশনের দাবিতে প্রশাসক মণ্ডলীকে চিঠি অবসরপ্রাস্ত কর্মীদের

উল্লেখ্য কোভিডের সময়তেও এই ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছিল পৌরনিগমের উদ্যোগে । সেক্ষেত্রেও যথেষ্ট ভালো সারা পাওয়া গিয়েছিল চিকিৎসকমহল থেকে ।

ABOUT THE AUTHOR

...view details