হাওড়া, 15 ডিসেম্বর : বিগত কয়েক দিন ধরেই বিক্ষোভে সামিল হয়েছেন শিবপুর আইআইইএসটি অর্থাৎ, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের গ্রুপ ডি কর্মচারীরা (Agitation at Shibpur Engineering College) ৷ প্রতিবাদে জানাতে এবার পেন ডাউন করলেন তাঁরা ৷ পাশাপাশি অধ্যক্ষকের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান বহু কর্মচারীরা ৷ 2014 সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রাজ্য সরকারের থেকে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করলেও কর্মচারীদের সেভাবে পদোন্নতি হয়নি বলে অভিযোগ ৷ এমনই একাধিক দাবি নিয়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে ঘেরাও করলেন গ্রুপ ডি কর্মচারীরা (Group D Employees of Shibpur Engineering College Besiege Principal) ৷
কেন্দ্রের অধীনে চলে যাওয়ার পর অনেক কর্মচারী অস্থায়ীও হয়ে পড়েছেন । তাঁদেরক অবিলম্বে স্থায়ী করা ও কেন্দ্রীয় হারে পেনশন দেওয়ার দাবিও দীর্ঘদিন ধরে করে আসছেন কর্মচারীরা ৷ তবে, দিনের পর দিন কেটে গেলেও কিছুই কার্যকর না হয়নি ৷ তাই বাধ্য হয়েই অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছে বলে জানিয়েছেন গ্রু ডি কর্মচারীরা (Besiege Principal for Demanding Job Stabilization) ৷
এই ঘেরাও-বিক্ষোভ নিয়ে অধ্যক্ষ পার্থসারথি চক্রবর্তী জানিয়েছেন, কেন্দ্রের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে ৷ কর্তৃপক্ষ বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আবেদনও করেছে । তবে এ নিয়ে এখনও কোনও উত্তর আসেনি সরকারের পক্ষ থেকে । আগামী সোমবারের মধ্যে পদোন্নতি ইস্যু নিয়ে বার্তা আসতে চলেছে বলে তাঁর দাবি ৷