পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Agitation at Shibpur Engineering College : চাকরির স্থায়ীকরণ এবং সমহারে পেনশনের দাবিতে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে ঘেরাও - Besiege Principal for Demanding Job Stabilization

চাকরির স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি এবং সমহারে পেনশনের দাবিতে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে ঘেরাও (Besiege Principal for Demanding Job Stabilization) করলেন গ্রুপ ডি’র কর্মচারীররা ৷ অভিযোগ রাজ্য সরকারের থেকে কলেজ কেন্দ্রের অধীনে চলে গেলেও, গ্রুপ ডি কর্মচারীদের না হয়েছে পদন্নোতি ৷ আর না তাঁদের বেতন বেড়েছে ৷ এমনকি বহু কর্মচারী অস্থায়ী হয়ে পড়েছেন ৷ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও, কোনও ফল না মেলায় এ বার বিক্ষোভে নেমেছেন কর্মীরা (Agitation at Shibpur Engineering College) ৷

Agitation at Shibpur Engineering College
Agitation at Shibpur Engineering College

By

Published : Dec 15, 2021, 12:13 PM IST

হাওড়া, 15 ডিসেম্বর : বিগত কয়েক দিন ধরেই বিক্ষোভে সামিল হয়েছেন শিবপুর আইআইইএসটি অর্থাৎ, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের গ্রুপ ডি কর্মচারীরা (Agitation at Shibpur Engineering College) ৷ প্রতিবাদে জানাতে এবার পেন ডাউন করলেন তাঁরা ৷ পাশাপাশি অধ্যক্ষকের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান বহু কর্মচারীরা ৷ 2014 সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রাজ্য সরকারের থেকে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করলেও কর্মচারীদের সেভাবে পদোন্নতি হয়নি বলে অভিযোগ ৷ এমনই একাধিক দাবি নিয়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে ঘেরাও করলেন গ্রুপ ডি কর্মচারীরা (Group D Employees of Shibpur Engineering College Besiege Principal) ৷

কেন্দ্রের অধীনে চলে যাওয়ার পর অনেক কর্মচারী অস্থায়ীও হয়ে পড়েছেন । তাঁদেরক অবিলম্বে স্থায়ী করা ও কেন্দ্রীয় হারে পেনশন দেওয়ার দাবিও দীর্ঘদিন ধরে করে আসছেন কর্মচারীরা ৷ তবে, দিনের পর দিন কেটে গেলেও কিছুই কার্যকর না হয়নি ৷ তাই বাধ্য হয়েই অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছে বলে জানিয়েছেন গ্রু ডি কর্মচারীরা (Besiege Principal for Demanding Job Stabilization) ৷

এই ঘেরাও-বিক্ষোভ নিয়ে অধ্যক্ষ পার্থসারথি চক্রবর্তী জানিয়েছেন, কেন্দ্রের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে ৷ কর্তৃপক্ষ বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আবেদনও করেছে । তবে এ নিয়ে এখনও কোনও উত্তর আসেনি সরকারের পক্ষ থেকে । আগামী সোমবারের মধ্যে পদোন্নতি ইস্যু নিয়ে বার্তা আসতে চলেছে বলে তাঁর দাবি ৷

আরও পড়ুন : Doctors Strike at Medical College : চিকিৎসককে থাপ্পড়, প্রতিবাদে 9 ঘণ্টা কর্মবিরতি মেডিক্যালে

যদিও, অধ্যক্ষের দাবিকে নস্যাৎ করে আইআইএসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক সৌরাশিস মিত্র বলেন, ‘‘2014 সালের পর থেকে এই সংস্থাকে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে ৷ অধিগ্রহণের পরেও কর্মচারীদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা কিছুই বাড়েনি ৷ এমনকি রাজ্য সরকার সংস্থার অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে সিদ্ধান্ত নিয়ে সার্কুলার জারি করেছিল, কেন্দ্রীয় সরকার তা মানতে নারাজ ৷ পাশাপাশি একই সংস্থায় ভিন্ন ধরনের পেনশন প্রকল্প চলছে ৷ যা কখনই চলতে পারে না ৷’’ তাঁরা সংস্থার উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন বিভাগে চিঠি লিখে বিষয়গুলি জানিয়েছেন ৷ তবে, এখনও সেই সমস্যার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ সৌরাশিসবাবুর ৷

আরও পড়ুন : Calcutta High Court : আর জি করের আন্দোলনে নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের

তাঁর আরও অভিযোগ, কর্মচারীদের সমস্যা মেটাতে আইআইএসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আদালতে মামলা করা হয়েছিল ৷ কিন্তু, সেই মামলার প্রক্রিয়াকেও বানচাল করে দেওয়ার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ ৷ এমনকি দিল্লিতে গিয়ে সংস্থার চলতে থাকা সমস্যার কোনও সুরাহা করার চেষ্টায় আগ্রহী নয় কলেজ কর্তৃপক্ষ ৷ এই পরিস্থিতিতে গ্রুপ ডি কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আইআইএসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details