পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

La Ganesan: 'কানে শুনতে পাচ্ছি না' ! হাওড়া পৌরনিগম সংক্রান্ত প্রশ্নে মন্তব্য রাজ্যপালের - হাওড়া

হাওড়া পৌরনিগমের নির্বাচন (HMC Election) সংক্রান্ত প্রশ্ন উঠতেই উত্তর এড়ালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন (La Ganesan) ৷ জানালেন, তিনি কানে শুনতে পাচ্ছেন না !

Governor La Ganesan refuses to answer question regarding HMC Election
La Ganesan: 'কানে শুনতে পাচ্ছি না' ! হাওড়া পৌরনিগমের প্রশ্নে মন্তব্য রাজ্যপালের

By

Published : Sep 4, 2022, 12:58 PM IST

Updated : Sep 4, 2022, 1:29 PM IST

হাওড়া, 4 সেপ্টেম্বর: হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) নির্বাচন সংক্রান্ত প্রশ্ন উঠতেই প্রসঙ্গ এড়ালেন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন (La Ganesan) ৷ এমনকী, প্রশ্নকর্তা সাংবাদিক তাঁর প্রশ্ন শেষ করার আগেই রাজ্যপাল জানিয়ে দিলেন তিনি 'কানে শুনতে পাচ্ছেন না' ! অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি-র অভিযোগ, সরকার বেআইনিভাবে হাওড়া পৌরনিগম এলাকার পুনর্বিন্যাস করে বকেয়া ভোট মেটাতে চাইছে ৷ সব মিলিয়ে ফের একবার হাওড়া পৌরনিগম এবং সেখানকার ভোটপ্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে তরজা ৷

শনিবার সন্ধ্য়ায় হাওড়ার শরৎ সদনে বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে আসেন রাজ্যপাল ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদকে সেবামূলক কাজের মাধ্যমে সমাজ গঠনে আরও বেশি করে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি ৷ একইসঙ্গে, বিশ্ব হিন্দু পরিষদের ভূয়সী প্রশংসাও শোনা যায় রাজ্যপালের মুখে ৷ অনুষ্ঠান শেষে বেরোনোর সময় হাওড়া পৌরনিগমের নির্বাচন (HMC Election) নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করার চেষ্টা করেন সাংবাদিকরা ৷ তখনই তিনি বলেন, "আমি কানে শুনতে পাচ্ছি না" !

আরও পড়ুন:হাওড়ায় জট কাটার ইঙ্গিত, ডিসেম্বরেই হতে পারে পৌরভোট

উল্লেখ্য, রাজ্যপাল লা গণেশনের পূর্বসূরি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) হাওড়া পৌরনিগমের পুনর্গঠন সংক্রান্ত বিলে স্বাক্ষর না করায় আইন সংস্কার করা সম্ভব হয়নি ৷ এই প্রেক্ষাপটে প্রশাসনিকস্তরে বিষয়টির সমাধান খুঁজছে রাজ্য সরকার ৷ আগে হাওড়া পৌরনিগমের মধ্যেই ছিল বালি এলাকা ৷ সেই সময় সব মিলিয়ে ওয়ার্ডের সংখ্যা ছিল 66 ৷ কিন্তু, পরবর্তীতে আলাদা করে বালি পৌরসভা গঠিত হয় ৷ তার ফলে হাওড়া পৌরনিগম এলাকায় 50টি ওয়ার্ড পড়ে থাকে ৷ আর বালি পৌর এলাকা গঠিত হয় বাকি 16টি ওয়ার্ড নিয়ে ৷ এখন আবার বালি পৌরসভাকে হাওড়া পৌরনিগমের আওতায় এনে আগের অবস্থা ফিরিয়ে দিতে চাইছে রাজ্য ৷ সেই মর্মেই বিধানসভায় বিল পাশ করানো হয়েছে ৷ কিন্তু, তাতে এখনও পর্যন্ত রাজ্য়ের সাংবিধানিক প্রধানের স্বাক্ষর মেলেনি ৷

প্রশ্নের উত্তর এড়ালেন রাজ্যপাল ৷

প্রশাসনিক মহলের একাংশের দাবি, এই পরিস্থিতিতে জটিলতা কাটানোর অন্য উপায় রয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, হাওড়ার বর্তমান 50টি ওয়ার্ড ভেঙে যদি সংখ্যাটা 66 করে দেওয়া যায়, তাহলে রাজ্যপাল হাওড়া পৌরনিগমের পুনর্বিন্যাস সংক্রান্ত বিলে স্বাক্ষর না করলেও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে নির্বাচন করানো সম্ভব ৷ আর এখানেই আপত্তি তুলেছে গেরুয়া শিবির ৷

রাজ্য বিজেপি-র সম্পাদক উমেশ রাই বলেন, রাজ্য সরকার আইনবিরুদ্ধ কাজ করছে ৷ তাঁর প্রশ্ন, হাওড়া পৌরনিগমের এলাকা পুনর্বিন্য়াস সংক্রান্ত বিলটি এখনও রাজ্যপালের অনুমোদনের জন্য পড়ে রয়েছে ৷ তাহলে রাজ্য সরকার কোন আইনে বালি ও হাওড়ার নতুন সীমা নির্ধারণের কাজ শুরু করতে চাইছে ? কীসের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ? উমেশের কথায়, "পুরোটাই বেআইনি কা.দায় চলছে ৷ সেক্ষেত্রে রাজ্যপালের মতো সাংবিধানিক পদমর্যাদার একজন ব্যক্তিত্ব যে এই ধরনের বিষয়ে মন্তব্য করবেন না, সেটাই স্বাভাবিক ৷"

Last Updated : Sep 4, 2022, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details