হাওড়া, 3 অক্টোবর : নতুন করে DVC জল না ছাড়ায় বন্যা পরিস্থিতির বাড়াবাড়ি হয়নি ঠিকই । কিন্তু, গতকাল যতটা জল ঢুকেছে তাতে উদয়নারায়ণপুর এলাকার এখনও বেশ কয়েকটি গ্রাম জলের তলায় । সংখ্যাটা না না করে প্রায় 29-30 তো হবেই ।
কোথাও এক হাঁটু তো কোথাও আবার কোমর পর্যন্ত জল রয়েছে । সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কাও ৷ সব মিলিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা ৷ 20 থেকে 25 টি পুজোর মণ্ডপ জলমগ্ন । প্রত্যেকটি পুজো কমিটির কর্তাদের মাথায় হাত । মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা কোনও কাজই শেষ হয়নি । চতুর্থীতে তাঁদের চিন্তা পুজো হবে তো? হলে কী ভাবে ?