পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad Slams Smriti: হাওড়া থেকে উদ্বোধন শিয়ালদা মেট্রোর, স্মৃতিকে কটাক্ষ ফিরহাদের

সোমবার হাওড়া ময়দান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের (East West Metro Sealdah Station) উদ্বোধন হল ৷ এই নিয়ে কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানিকে কটাক্ষ করলেন তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) ৷

Firhad Hakim Slams Smriti Inrani on East West Metro Sealdah Station
Firhad Slams Smriti: হাওড়া থেকে উদ্বোধন শিয়ালদা মেট্রোর, স্মৃতিকে কটাক্ষ ফিরহাদের

By

Published : Jul 11, 2022, 8:54 PM IST

হাওড়া, 11 জুলাই : ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের (East West Metro Sealdah Station) উদ্বোধন হল সোমবার ৷ কিন্তু হাওড়া ময়দান থেকে উদ্বোধন করলেন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani) ৷ এই নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের (Trinamool Congress) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) ৷ তাঁর কটাক্ষ, পায়ে ব্যথা হওয়ায় হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছতে পারলেন না স্মৃতি ৷

এদিন হাওড়া পৌর নিগমের টাউন (Howah Town Hall) হল সংস্কারের পর তার উদ্বোধন করেন ফিরহাদ হাকিম ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেছেন ৷ পাশাপাশি এই উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না করা নিয়েও মন্তব্য করেন কলকাতার মেয়র ৷ তিনি বলেন, ‘‘রেলের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে শুধু মুখ্যমন্ত্রীকে নয়, বাংলার দশ কোটি মানুষকে অপমান করেছে কেন্দ্রীয় সরকার । কারণ, তিনি রাজ্যের দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী ।’’

পাশাপাশি শিয়ালদা স্টেশনের উদ্বোধনের মতো সরকারি অনুষ্ঠানে বিজেপির (BJP) নেতাদের উপস্থিতি নিয়েও কটাক্ষ করেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘এটাই বিজেপি৷ যার কোনও সংস্কৃতি, কৃষ্টি ও বুদ্ধি নেই । এটার নামই বিজেপি ।’’

হাওড়া থেকে উদ্বোধন শিয়ালদা মেট্রোর, স্মৃতিকে কটাক্ষ ফিরহাদের

অন্যদিকে ফিরহাদ হাকিম এদিন যে টাউন হলের সংস্কারের পর উদ্বোধনে এসেছিলেন, তৈরির কাজ শুরু হয় 1883 সালে । শুধু হলটি তৈরি করতে 26 হাজার 500 টাকার মতো লেগেছিল সেই সময় । তৈরি করার পর এর আসবাবপত্র ও সাজানোর জন্য প্রায় 28 হাজার 500 টাকা খরচ করা হয়েছিল । এর সম্পূর্ণ অর্থই শহর হাওড়ার বাসিন্দাদের থেকে সংগ্রহ করা হয়েছিল । যাঁরা ওই সময়ে 100 টাকা অনুদান দিয়েছিলেন, তাঁদের নামের তালিকা টাউন হলে টাঙানো রয়েছে । 1884 সালের 14 মার্চ তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ছোট লাট এটির উদ্বোধন করেন । এই টাউন হলের উচ্চতা 21 ফুট ও দৈর্ঘ্য প্রস্থে যথাক্রমে 66 মিটার ও 42 মিটার ।

তৎকালীন ইংরেজ স্থপতি সি বাকলেন এর নকশা ও তৈরির কাজ সম্পূর্ণ করেন । এই টাউন হলেই 1909 সালে ঋষি অরবিন্দ একটি সভা করেন । উনি এই হলে পশু নিরাময় কেন্দ্র চালাতেন । তার ফলকও এখানে আজও বিদ্যমান, যা কি না এই টাউন হলের সবচেয়ে গর্বের বিষয় বলেই ধরা হয় ।

এই টাউন হলের গৌরব ও ঐতিহ্যকে ধরে রেখেই তার পুনরায় সংস্কার করে চালু হল হাওড়ার ঐতিহ্যশালী টাউন হল । আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নগরান্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ও সমবায় মন্ত্রী অরূপ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

আরও পড়ুন :Smriti Irani slams TMC: 'বাংলার জন্য যেটা জরুরি, সেখানে আমন্ত্রণ পত্র লাগে না', শাসকদলকে কটাক্ষ স্মৃতি'র

ABOUT THE AUTHOR

...view details