পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অগ্নিদগ্ধ বধূ, অবৈধ বাড়ি না ভেঙেই ফিরে গেল পুলিশ - অবৈধ বাড়ি

উলুবেড়িয়ার আমতা রোডের বড়গ্রামে রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি দখল করে দীর্ঘদিন ধরে রয়েছেন সেখ সইফুউদ্দিন ও সাবিরা বেগম ।  আদালতের নির্দেশে আজ তাদের ঘর ভাঙতে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের লোকজন । সেই সময় ঘরে ছিলেন সাবিরা বেগম । তাঁর গায়ে আগুন লাগে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ।

illegal house
অবৈধ বাড়ি ভাঙার নির্দেশ আদালতের

By

Published : Jan 22, 2020, 7:46 PM IST

হাওড়া, 22 জানুয়ারি : পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি হয়েছিল ঘর । আদালতের নির্দেশে সেই ঘর ভাঙতে এসে বিপত্তি । ভাঙার কাজ শুরু হওয়ার সময় ঘরের ভেতর অগ্নিদগ্ধ হন এক মহিলা । ঘটনাটি হাওড়ার রাজাপুর থানার বড়গ্রাম এলাকার । এই ঘটনার পর ঘর না ভেঙেই ফিরে আসে পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা ।

উলুবেড়িয়ার আমতা রোডের বড়গ্রামে রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি দখল করে দীর্ঘদিন ধরে রয়েছেন সেখ সইফুউদ্দিন ও সাবিরা বেগম । আদালতের নির্দেশে আজ তাদের ঘর ভাঙতে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের লোকজন । সেই সময় ঘরে ছিলেন সাবিরা বেগম । তাঁর গায়ে আগুন লাগে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে । পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতার একটি হাসপাতালে । পুলিশের বিরুদ্ধে গায়ে আগুন দেওয়ার অভিযোগ তুলেছে সাবিরার পরিবার ।

শুনুন পরিবারের বক্তব্য

হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সৌম্য রায় ETV ভারতকে বলেন, "ভিত্তিহীন অভিযোগ । পূর্ত দপ্তরের লোকজন ওই মহিলার স্বামীর সঙ্গে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন । সেই সময় ঘরে একাই ছিলেন ওই গৃহবধূ । তখন তাঁর গায়ে আগুন লাগে । আমাদের মহিলা পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে ।"

মহিলার গায়ে আগুন লাগার পর উত্তেজিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে যান পুলিশ সুপার । তারপর বাড়ি না ভেঙেই ফিরে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details