পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জাতিভেদের মেরুকরণে বিদ্যুতের বিল তৈরি হচ্ছে : সায়ন্তন বসু

আজ হাওড়ায় CESC রিজিওয়াল অফিসের সামনে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে BJP প্রতিবাদ কর্মসূচি নেয় ৷ এই সভায় অংশ নিয়ে CESC-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তাঁর অভিযোগ, জাতিভেদের মেরুকরণে বিদ্যুতের বিল তৈরি হচ্ছে ৷

alleges sayantan basu
অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি

By

Published : Jul 24, 2020, 6:42 PM IST

হাওড়া, 24 জুলাই : জাতিভেদের মেরুকরণে বিদ্যুতের বিল তৈরি হচ্ছে ৷ আজ CESC-র বিরুদ্ধে এই অভিযোগ আনলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তৃণমূলের সঙ্গে CESC-র যোগসাজসের অভিযোগ তুলে বিদ্যুতের বিল তৈরিতে জাতিগত মেরুকরণের অভিযোগ তুললেন তিনি ৷ আজ হাওড়ায় CESC রিজিওয়াল অফিসের সামনে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে BJP প্রতিবাদ কর্মসূচি নেয় ৷ এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্য BJP-র এই নেতা ৷ সায়ন্তন বলেন, "সাধারণ মানুষকে অপদস্থ হতে হচ্ছে CESC-র এই অন্যায্য বিলের কারণে। স্পষ্ট বোঝা যাচ্ছে জাতিভেদের মেরুকরণের ভিত্তিতে বিল তৈরি হচ্ছে। বিশেষ বিশেষ সম্প্রদায়েরকে অল্প টাকায় বিদ্যুৎ ব্যবহার করতে দেওয়া হচ্ছ। আর বাকিদের উপর অতিরিক্ত বিদ্যুতের মাশুল চাপানো হচ্ছে । এভাবে দীর্ঘদিন চলবে না । বয়কট করা হবে।"

শুধু এখানেই থেমে না থেকে CESC-র কর্মীদের পোস্টে বেঁধে রাখারও হুমকি দেন তিনি ৷ সায়ন্তন বলেন, "প্রয়োজনে লাইন কাটতে এলে CESC-র কর্মীদেরকে পোস্টে বেঁধে রাখা হবে। এটা বরদাস্ত করা হবে না । আমরা ক্ষমতায় এলে CESC থাকবে কি না জানি না । তবে একাধিক বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে । নির্দিষ্ট একটি বিদ্যুৎ সাপ্লাই কোম্পানির একটেচিয়ারাজ চলবে না।"

অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে BJP-র প্রতিবাদ

দেশের অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের বিদ্যুতের মাশুল বেশি ৷ BJP-র অভিযোগ, প্রতি 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে এরাজ্যের বাসিন্দাদের দিল্লি, মুম্বই, কেরল, বিহার, ওড়িশা ঝাড়খণ্ডে বিদ্যুৎ গ্রাহকদের তুলনায় পাঁচ থেকে ছয়গুণ বেশি বিল দিতে হয় ৷ প্রসঙ্গত, বিদ্যুতের অত্যাধিক বিলের জন্য এর আগেও একাধিকবার BJP, CESC-র বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে ৷ তৃণমূলের সঙ্গে CESC-র গোপন আঁতাতের অভিযোগ তুলে সায়ন্তন আজ বলেন, "MPS, আইকোর, সুদীপ্ত সেনের সারদা, গৌতম কুণ্ডুর রোজ়ভ্যালি-সহ যারা তৃণমূলের পলিটিক্যাল ফান্ডিং করত তারা উঠে গেছে । তাই CESC -কে হাতিয়ার করে নির্বাচনের টাকা তোলা হচ্ছে। বিষয়টা অত্যন্ত সোজা। CESC পলিটিক্যাল ফান্ডিং করে।"

সায়ন্তন বসু আরও বলেন," আমরা রাজ্যে ক্ষমতায় এলে সর্বনিম্ন মূল্যে সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেব।''

ABOUT THE AUTHOR

...view details