পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সাহায্য পাচ্ছেন না, একবেলা খেয়ে দিন কাটছে; অভিযোগ গ্রামবাসীদের - বিধায়ক শীতল সর্দার

হাওড়ার করোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 10 হাজার বাসিন্দা কোনও সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ । দিন কাটছে একবেলা খেয়ে ।

insufficient relief
একবেলা খেয়ে দিন কাটছে

By

Published : Apr 10, 2020, 12:38 AM IST

হাওড়া, 9 এপ্রিল : করোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 10 হাজার বাসিন্দা সরকারি সাহায্য থেকে বঞ্চিত বলে অভিযোগ। এদের মধ্যে ভিনরাজ্য থেকে কাজ করতে আসা 200 শ্রমিকও আছে । হঠাৎ করে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে এঁরা কোনও সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, মাথাপিছু এক মাসের জন্য দুই থেকে আড়াই কিলো চাল দেওয়া হয়েছিল। তারপর থেকে আর কোনও সাহায্য তাঁদের কাছে আসছে না। এলাকার BDO থেকে শুরু করে কোনও নেতা-মন্ত্রী এমনকী বিধায়কেরও দেখা নেই। এই অবস্থায় এলাকার বাসিন্দারা একবেলা খেয়ে রয়েছেন বলে অভিযোগ ।

যে সব ভিনরাজ্যের শ্রমিকরা আটকে রয়েছেন, তাঁদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। তাই বাইরে থেকে খাবার কিনতেও পাচ্ছেন না। এই অবস্থায় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা। এই অবস্থা কার্যত স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, কিছু কার্ড নিয়ে সমস্যা হয়েছে। এই বিষয়ে তাঁরা যদি সরাসরি আসেন নিশ্চয় সাহায্য করা হবে। অন্য কোনও জায়গা থেকে যদি অতিরিক্ত সাহায্য পাওয়া যায় তার জন্য তাঁরা চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।


যদিও এই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক শীতল সর্দার । তিনি বলেছেন, তাঁর এলাকায় এরকম কোনও অভিযোগ নেই। যথেষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী রেশনের মাধ্যমে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, এই নিয়ে যাঁরা অভিযোগ জানাচ্ছেন তাঁরা অসত্য কথা বলছেন।

ABOUT THE AUTHOR

...view details