হাওড়া, 28 জুলাই:শ্রাবনী মেলাতে বিশেষ মেমু লোকাল ট্রেন চালু পূর্ব রেলের (Special Train For Shraboni Mela)। পূর্ব রেল সূত্রে খবর, শ্রাবনী মেলা চালাকালীন আগামী 12 অগস্ট শুক্রবার পর্যন্ত এই ট্রেন পরিষেবা চালু থাকবে । সপ্তাহের প্রতিদিন নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী চলবে এই ট্রেনগুলি।
13207/13208 জেশিডি-পাটনা-জেশিডি এক্সপ্রেস ট্রেনটি জেশিডি ও পটনা স্টেশন পর্যন্ত চলবে ৷ এই ট্রেনটির যাতায়াত সাময়িক বন্ধ রাখা ছিল। আবারও চালু হচ্ছে এই ট্রেন ৷ চলতি মাসের 3 থেকে 18 অগস্ট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কারণে সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার চলবে ট্রেনটি ৷ সেই সঙ্গে জেসিডি ও বাসুকিনাথ সেকশনে দুই জোড়া বিশেষ মেমু লোকাল ট্রেন চালু করা হবে শীঘ্রই ।