পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Special Train For Shraboni Mela: শ্রাবণী মেলা উপলক্ষ্যে বিশেষ ট্রেন - eastern railway started new train for sharaboni mela

শ্রাবনী মেলার উপলক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ ট্রেন পরিষেবা পূর্ব রেলের (Special Train For Shraboni Mela) । আগামী 12 অগস্ট শুক্রবার পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।

Special Train For Shraboni Mela
শ্রাবণী মেলা উপলক্ষ্যে বিশেষ ট্রেন

By

Published : Jul 28, 2022, 10:46 PM IST

হাওড়া, 28 জুলাই:শ্রাবনী মেলাতে বিশেষ মেমু লোকাল ট্রেন চালু পূর্ব রেলের (Special Train For Shraboni Mela)। পূর্ব রেল সূত্রে খবর, শ্রাবনী মেলা চালাকালীন আগামী 12 অগস্ট শুক্রবার পর্যন্ত এই ট্রেন পরিষেবা চালু থাকবে । সপ্তাহের প্রতিদিন নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী চলবে এই ট্রেনগুলি।

13207/13208 জেশিডি-পাটনা-জেশিডি এক্সপ্রেস ট্রেনটি জেশিডি ও পটনা স্টেশন পর্যন্ত চলবে ৷ এই ট্রেনটির যাতায়াত সাময়িক বন্ধ রাখা ছিল। আবারও চালু হচ্ছে এই ট্রেন ৷ চলতি মাসের 3 থেকে 18 অগস্ট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কারণে সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার চলবে ট্রেনটি ৷ সেই সঙ্গে জেসিডি ও বাসুকিনাথ সেকশনে দুই জোড়া বিশেষ মেমু লোকাল ট্রেন চালু করা হবে শীঘ্রই ।

আরও পড়ুন: পূর্ব রেলের জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন

পূর্ব রেল সূত্রে আরও জানানো হয়েছে, জেসিডি-বৈদ্যনাথ ধাম সেকশনে এক জোড়া বিশেষ মেমু লোকাল ট্রেন চালু করা হবে । শ্রাবণী মেলা উপলক্ষ্যে 03770 ঝাঁঝা-জেসিডি লোকাল ট্রেন জেসিডি থেকে বেলা 12:15 মিনিটে ছাড়বে । ট্রেনটি বাসুকিনাথ স্টেশনে পৌঁছবে দুপুর 1.15 মিনিটে ও ফের 1.30 মিনিটে যাত্রা করবে। মেলা স্পেশাল ট্রেনগুলো যথাক্রমে জেসিডি থেকে 12.30 মিনিটে, দেওঘর থেকে 12.40 মিনিটে, ঘোড়মারা থেকে 12.50 মিনিটে ও বাসুকিনাথ থেকে 1.30 মিনিটে যাত্রা করবে।

ABOUT THE AUTHOR

...view details