পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ধর্মীয় বিশ্বাসের জের, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্টেট ব্যাঙ্কের অবসর প্রাপ্ত কর্মীর - ধর্মীয় বিশ্বাসের জের

প্রথম থেকে ইচ্ছে ছিল গঙ্গায় বিলীন হয়ে যাবেন ৷ এই ধর্মীয় বিশ্বাস থেকে গঙ্গায় আত্মহত্যা করলেন এক বৃদ্ধ ৷

religious beliefs
গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী

By

Published : Sep 2, 2020, 11:53 AM IST

হাওড়া, 31 অগাস্ট : গঙ্গার প্রতি ধর্মীয় বিশ্বাস থেকে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ। সুভাষচন্দ্র চক্রবর্তী (75) নামে এই বৃদ্ধের বাড়ি বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুরে। পরিবার সূত্রে খবর রবিবার সেন্ট্রাল ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মচারী সুভাষবাবু বাড়ি থেকে বিকালবেলা বের হন। এরপর চাঁদপাল ঘাট থেকে লঞ্চে চেপে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে আসেন। ফেরিঘাটের জেটিতে সন্ধ্যেবেলা পর্যন্ত বসে ছিলেন।

হঠাৎ সন্ধ্যে সাড়ে ছ'টা নাগাদ তিনি গঙ্গায় ঝাঁপ দেন। জেটিতে রেখে যান রুমাল, চটি এবং একটি ডায়েরি । লঞ্চঘাটের কর্মীরা ডায়রির নম্বর দেখে তার বাড়িতে ফোন করেন এবং হাওড়া থানায় খবর দেয় । তার বাড়ি থেকে একটি সুইসাইড নোট পান তার স্ত্রী। রিভার ট্রাফিক পুলিশ তার দেহের খোঁজে গঙ্গায় সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে । যদিও এখনও পর্যন্ত দেহের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকেরা জানিয়েছেন, তিনি অত্যন্ত ধর্মপ্রবণ মানুষ ছিলেন। গীতা পাঠ এবং পুজো নিয়ে দিনের অনেকটা সময় ব্যস্ত থাকতেন।

তার গভীর ধর্মীয় বিশ্বাস থেকে গঙ্গায় বিলীন হয়ে যাবার কথা প্রায়ই বলতেন। আত্মীয়রা জানিয়েছেন, এই বিশ্বাস থেকেই হয়তো তিনি গঙ্গায় আত্মহত্যা করেছেন। পরিবারের লোকেরা বাঁশদ্রোণী থানাতেও গোটা ঘটনাটা জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details