বাঁকড়া(হাওড়া), 16 নভেম্বর : চিকিৎসায় গাফিলতিতে যুবতির মৃত্যুর অভিযোগ উঠল বাঁকড়ার নার্সিংহোমের বিরুদ্ধে । ভাঙচুর চালান মৃতের পরিবারের সদস্যরা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
প্রসব যন্ত্রণা ওঠায় আরতী সিংহ নামে ওই যুবতিকে 12 নভেম্বর ওই নার্সিংহোমে ভরতি করা হয় । সেদিন বিকেলেই তিনি এক সুস্থ সন্তানের জন্ম দেন । কিন্তু জন্ডিস থাকায় তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে । ওই নার্সিংহোমেই চিকিৎসা চলছিল তাঁর ৷ এরপর রবিবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল নার্সিংহোম থেকে । কিন্তু সেদিন সকাল থেকেই পেটে যন্ত্রণা শুরু হয় । অবস্থার আরও অবনতি হতে থাকে ।
চিকিৎসার গাফিলতির অভিযোগ, যুবতির মৃত্যু নার্সিংহোমে এরপর সন্ধ্যায় পরিবারের সদস্যরা যখন তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ । তা শোনার পরই পরিবারের সদস্যরা নার্সিংহোমে ভাঙচুর চালান । চিকিৎসক ও নার্সদের উপরও চড়াও হন তাঁরা ।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডোমজুড় থানার পুলিশ । তাদের ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে RAF মোতায়েন করা হয় । পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ । ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ । তবে নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ।