কলকাতা, 9 জুলাই : হাওড়ার ধুলাগড়ের নবঘড়া গৌরী আশ্রমে উলটোরথের অনুষ্ঠানে এসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh)।
সারদা মায়ের পুনর্জন্ম বিতর্ক নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘শাসক দলের নেতারা এখন নিজেদের প্রভুভক্তি দেখানোর জন্য এই সব কথা বলছেন । আসলে তাঁরা নারীকে সম্মান জানান না ৷ সেটা বিজেপির জানা আছে । যদি প্রকৃতই মহিলাদের সম্মান জানাতেন, তাহলে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মুর্মুকে (NDA Presidential Candidate Droupadi Murmu) সমর্থন করতেন তাঁরা ।’’
এছাড়া তিনি শাসক দলের নেতাদের রাস্তার লোক বলেও কটাক্ষ করেন । যদিও তথাগত রায়ের (BJP Leader Tathagata Roy) ‘বিজেপি পচে গিয়েছে’ সংক্রান্ত কোনও মন্তব্যের জবাব দিতে রাজি হননি ৷
কেন্দ্রে গত আটবছর বিজেপির সরকার রয়েছে ৷ তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত কমিশন কেন হল না ? মেদিনীপুরের সাংসদের বক্তব্য, ‘‘যখন রাম মন্দির (Ram Mandir) তৈরি হতে পারে ও কাশ্মীর থেকে 370 ধারা উঠতে পেরেছে, তখন এটাও হবে ৷’’
মহুয়া মৈত্রের (TMC MP Mahua Moitra) বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখন সাধারণ মানুষ ওটা নিয়ে বলছেন । সমাজের পতন শুরু হলে এই ধরনের কথাবার্তা বেশি করে আলোচিত হয় । তিনি দাবি করেন রাজ্যের শিক্ষা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সর্বস্তরেই পতন হয়ে শেষ সীমায় চলে এসেছে ।’’
তিনি শাসক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘‘এদের সকলের নাম পুলিশের লাল খাতাতে নাম রয়েছে । সিবিআই, ইডি ডাকছে এদের । কেউ গ্রেফতার হয়ে জেলে গিয়েছে, কেউ গ্রেফতার হবে । এই ধরনের লোকেরা সমাজের নেতৃত্বে এলে সমাজের এই খারাপ দশাই হবে ।’’
আরও পড়ুন :Dilip Ghosh Slams State Govt : রাজ্য জুড়ে অশান্তির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন দিলীপ ঘোষ