পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাওড়ায় ভারতমাতা পুজো নিয়ে বিতর্ক, মিলল না প্রশাসনের অনুমতি

আজ হাওড়া জেলার প্রতিটি থানার সামনে ভারতমাতার পুজো হওয়ার কথা । নেতাজীর জন্মজয়ন্তীতে পুজো করতে না পারায় সাধারণতন্ত্র দিবসে পুজোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় BJP নেতৃত্ব । এই পুজো নিয়ে চলছে রাজনৈতিক মহলে বিতর্ক ।

By

Published : Jan 26, 2020, 11:01 AM IST

debate on bharatmata pujo
ভারতমাতা পুজো নিয়ে বিতর্ক

হাওড়া, 26 জানুয়ারি: হাওড়ায় BJP-র ভারতমাতার পুজোকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । ভারতমাতা পুজোয় পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় BJP-র । নেতাজি জন্মজয়ন্তীতে ভারতমাতা পুজোর সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া BJP ৷ পুলিশের অনুমতি মেলেনি । ফের সাধারণতন্ত্র দিবসে ভারতমাতা পুজো করার সিদ্ধান্ত নিয়ে পুলিশকে মেইল করেছিলেন BJP যুব মোর্চা সভাপতি ওমপ্রকাশ মিশ্র । মেলের জবাবে গতকাল সকালে পুলিশের চিঠি পান । তাতে পুজো না করার কথা লেখা রয়েছে । বিনা অনুমতিতে পুজো করলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফ থেকে তা জানানো হয়েছে ।

এছাড়া প্রতিমা শিল্পীকে ভারতমাতার প্রতিমা দিতে পুলিশ বারণ করেছে । তাদের থানা থেকে ফোন করে জানানো হয়েছে । অন্যদিকে ভারতমাতার পুজোয় প্রশাসন বাধা দেওয়ার প্রসঙ্গকে রাজনৈতিক চক্রান্ত চলছে বলেছেন ওমপ্রকাশ । শাসকদলের নির্দেশে প্রশাসন চলছে । তাঁর কথায়, ''হাওড়ার জাতীয় সড়ক বন্ধ করে দিল্লির শাহিনবাগ তৈরি হয়েছে , সেখানে প্রশাসন চুপচাপ রয়েছে । আজ সকাল 11 টা থেকে দুপুর 1 টার মধ্যে ভারতমাতার পুজো হবেই জানিয়েছেন ওমপ্রকাশ । হাওড়ার প্রতিটি থানার সামনে এই পুজো করা হবে, অনুমতির প্রয়োজন নেই ।''

হাওড়ায় প্রশাসনের তরফ থেকে ভারতমাতার পুজো বন্ধের প্রসঙ্গে তৃণমূল নেতা অরূপ রায় বলেন, ''ভারতমাতার পুজো করার সময় এটা নয় । দুর্গাপুজোর সময় করা হয় । পুজোর নামে ঝামেলা বাধাতে চাইছে । এসব বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ও পুলিশের সঙ্গে মারামারি করার জন্য ৷ চুনোপুঁটিদের মাথা থেকে এগুলো বেরোয়নি । এসব দিল্লির নির্দেশে হচ্ছে । অনুমতি ছাড়া থানার সামনে পুজো করা বা কোনও অনুষ্ঠান করা যায় না ।''

ABOUT THE AUTHOR

...view details