পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাওড়ায় তোলা না পেয়ে হামলার অভিযোগ - হাওড়া স্টেশন

হাওড়ায় গাড়ি পার্কিংয়ের জায়গায় হামলা । অভিযোগ, তোলা চেয়ে দুষ্কৃতীরা হামলা চালায় । গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷

howrah station premises
হাওড়া স্টেশন চত্ত্বরে উত্তেজনা

By

Published : Jan 24, 2020, 5:36 PM IST

হাওড়া, 24 জানুয়ারি : আজ সকালে গাড়ি পার্কিং এলাকায় তোলাবাজিকে কেন্দ্র করে ছড়াল অশান্তি । হাওড়া স্টেশন সংলগ্ন চত্বরের ঘটনা । গাড়ি পার্কিং করার জন্য হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে একটি অস্থায়ী পার্কিংয়ের জায়গা রয়েছে । ওই পার্কিংয়ে টাকা নেওয়ার জায়গার ছাউনি ভাঙচুর করা হয় ।

খুব সম্প্রতি রীতেশ পাণ্ডে নামে এক ব্যক্তি ওই পার্কিংয়ের টেন্ডার পেয়েছেন । তাঁর 6 জন কর্মী রয়েছেন । অভিযোগ, কিছুদিন ধরেই কয়েকজন বাইকে চেপে এসে তোলা চাইছিল । আজ সকালে কয়েক জন আসে রীতেশের সঙ্গে মিটিং করতে । টাকা দিতে অস্বীকার করায় জনা পঞ্চাশেক দুষ্কৃতী এসে হামলা চালায় । সঙ্গে কাউন্টার থেকে প্রায় 2 লাখ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ।

গাড়ি পার্কিং এলাকায় তোলাবাজির অভিযোগ

কাউন্টারে থাকা ছাতা, চেয়ার ভাঙচুর করে । বাধা দিলে পার্কিংয়ের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে । কর্মীদের একজন হাওড়া হাসপাতালে ভরতি । নাম রোহিত সিং । রীতেশ পাণ্ডে অভিযোগ করেন, পাশের গাড়ি পার্কিংয়ের জায়গায় ওই দুষ্কৃতীদের দেখা যায় ৷ প্রায় 2 লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে । গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details