পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 24, 2019, 10:46 AM IST

Updated : Oct 24, 2019, 11:11 AM IST

ETV Bharat / city

লাইনে ফাটল, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল

ডোমজুড় স্টেশনের কাছে রেললাইনে বড় ফাটল ৷ অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল ৷

লাইনে ফাটল

হাওড়া, 24 অক্টোবর : লাইনে ফাটল ৷ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল ৷ আজ সকাল 6টা 15 নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশনের কাছে ৷ রেল সূত্রে খবর, আজ সকালে আমতা থেকে হাওড়া আসছিল ট্রেনটি ৷ ডোমজুড় স্টেশনের কাছাকাছি আসার সময় রেলকর্মীরা খেয়াল করেন, লাইনে একটি বড়সড় ফাটল রয়েছে ৷ দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেন ড্রাইভার ৷

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ । ফাটলের জায়গায় দুটি প্লেটের মাধ্যমে লাইন দু'টিকে জোড়া লাগানো হয় । যদিও এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে ৷ অন্যদিকে অফিস টাইমে যাত্রী দুর্ভোগ কমাতে ট্রেন চলানো হলেও ট্রেনের গতি কম রাখা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো...

স্থানীয় এক বাসিন্দা নিমাই হালদার জানান, গতরাত থেকেই একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল ৷ ট্রেন গেলেই আওয়াজটা হচ্ছিল ৷ রাতে তিনি যেতে পারেননি ৷ সকালে গিয়ে দেখেন লাইনে ফাটল রয়েছে ৷ তখনই গেট কিপারকে বিষয়টি জানান ৷

এদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার মুখেই নজরে আসে ফাটলটি । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের জন্যই ওই জায়গায় লাইনে ফাটলটি তৈরি হয়েছে । তবে বিষয়টি খতিয়ে দেখা হবে । খুব শীঘ্রই ওই জায়গায় পুরোপুরি পাওয়ার ব্লক করে সম্পূর্ণ ঠিক করার কাজ শুরু হবে ।

Last Updated : Oct 24, 2019, 11:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details