হাওড়া, 24 অক্টোবর : লাইনে ফাটল ৷ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল ৷ আজ সকাল 6টা 15 নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশনের কাছে ৷ রেল সূত্রে খবর, আজ সকালে আমতা থেকে হাওড়া আসছিল ট্রেনটি ৷ ডোমজুড় স্টেশনের কাছাকাছি আসার সময় রেলকর্মীরা খেয়াল করেন, লাইনে একটি বড়সড় ফাটল রয়েছে ৷ দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেন ড্রাইভার ৷
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ । ফাটলের জায়গায় দুটি প্লেটের মাধ্যমে লাইন দু'টিকে জোড়া লাগানো হয় । যদিও এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে ৷ অন্যদিকে অফিস টাইমে যাত্রী দুর্ভোগ কমাতে ট্রেন চলানো হলেও ট্রেনের গতি কম রাখা হচ্ছে ।