হাওড়া, 19 জানুয়ারি :রক্তদান করলেই মিলছে ফ্যান এবং প্রেসার কুকার । আর সেই কারণেই কোভিডবিধি শিকেয় তুলে মাস্ক ছাড়াই হাজির রক্তদাতারা । এমনই নজিরবিহীন কাণ্ড ঘটে গেল তৃণমূল নেতার আয়োজিত রক্তদান শিবিরে । রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ চলছে । তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওমিক্রনের সংক্রমণও । এরই মাঝে চূড়ান্ত অনিয়ম দেখা গেল হাওড়ার ডোমজুড় এলাকায় আয়োজিত এক রক্তদান শিবিরে (Covid Rules are violated in a blood donetion camp in Howrah) ।
স্থানীয় তৃণমূল নেতা এবং জেলার সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি হানিফ শেখের উদ্যোগে বুধবার আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবির । কিন্তু এই শিবিরেই দেখা গেল চুড়ান্ত অনিয়ম, যাঁরা রক্ত দিতে এসেছেন তাঁদের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখেই নেই মাস্ক । সামাজিক দূরত্বের যে বালাই নেই তা তো বলাই বাহুল্য় । শুধু তাই নয় রাজ্যে যেখানে যেকোনও রক্তদান শিবিরে রক্তের বিনিময়ে উপহার দেওয়া নিষিদ্ধ । সেখানে তৃণমূল নেতার আয়োজিত এই শিবিরে দেওয়া হচ্ছে ঢালাও উপহার । এক ইউনিট রক্তের বিনিময়ে মিলছে টেবিল ফ্যান এবং রান্নার প্রেসার কুকার ।