হাওড়া, 12 জুন : শনিবার রাতেই হাওড়া কমিশনারেটের (Howrah Commissionerate) দায়িত্বভার গ্রহণ করেছেন আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠী ৷ এদিন রাতেই উত্তপ্ত হাওড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন তিনি ৷ আইজি ব়্যাঙ্কের আধিকারিক হওয়ায় তাঁকে হাওড়ার গ্রামীণ এলাকার দায়িত্বও দেওয়া হয়েছে ৷ সেই কারণে এ দিন সকালে হাওড়া গ্রামীণের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ জেলায় আইনশৃঙ্খলা ফেরাতে, পুলিশ প্রশাসনকে আগে মানুষের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন প্রবীণ কুমার ত্রিপাঠী (Commissioner Praveen Kumar Tripathi is Trying to Win Trust of Howrah People) ৷
হাওড়ায় এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে ৷ কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে বা জমায়েত দেখলেই পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন ৷ পাশাপাশি এ দিন সকালে সিআইডি-র বম্ব স্কোয়াডের গোয়েন্দারা হাওড়ার পাঁচলা এবং সলপ বাজারে তল্লাশি চালান ৷ এলাকায় পুলিশের রুটমার্চ চলছে ৷ এখনও পর্যন্ত তাঁকে 150 জনের বেশিকে গ্রেফতার করেছে পুলিশ ৷