পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাটমানি ইশুতে বালিতে BJP ও তৃণমূলকর্মীদের মারপিট, গ্রেপ্তার 12 - bjp

গতরাতে বালির 54 নম্বর ওয়ার্ডের সরোজিনী নায়ডু কলোনিতে কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে মারপিট হয় ।

কাটমানির অভিযোগে উত্তাল হল বালি

By

Published : Jul 10, 2019, 1:31 AM IST

Updated : Jul 10, 2019, 3:31 PM IST

হাওড়া, 10 জুলাই : এবার কাটমানির অভিযোগে উত্তাল হল বালি। গতরাতে বালির 54 নম্বর ওয়ার্ডের সরোজিনী নায়ডু কলোনিতে কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে মারপিট হয় ।

দেখুন ভিডিয়ো...

কারখানা বিক্রি ও কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় । পরে BJP ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে মারপিট শুরু হয় । এই ঘটনায় দু'পক্ষের কয়েকজন জখম হন ।

ঘটনার জেরে বালি থানার সামনে BJP কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । আশপাশের পাঁচটি থানার পুলিশ ও হাওড়ার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থানে যান । দু'পক্ষের প্রায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বর্তমানে এলাকা থমথমে ।

Last Updated : Jul 10, 2019, 3:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details