পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Road Accident in Belur : বেলুড়ে পথ দুর্ঘটনায় আঙ্গুল কেটে গেল সিভিক ভলান্টিয়ারের - Road Accident in Belur

বেলুড় মঠের সামনে পথ দুর্ঘটনা (Road Accident in Belur) ৷ আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার । দুর্ঘটনায় হাতের আঙ্গুল কেটে রাস্তায় পড়ে যায় তাঁর।

Civic Volunteer injures in road accident near Belur Math
Road Accident

By

Published : Apr 30, 2022, 2:18 PM IST

বেলুড়, 30 এপ্রিল : বেলুড় মঠের সামনে মোটরভ্যানের ধাক্কায় আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer injures in road accident near Belur Math)। আহত সিভিক ভলান্টিয়ারের নাম চিন্ময় হাউলি ৷ দুঘটনাস্থলেই কাটা গিয়েছে তাঁর হাতের একটি আঙ্গুল, আর দু'টো আঙ্গুল ঝুলন্ত অবস্থায় ছিল। যা দেখে শিউরে ওঠেন আশপাশের মানুষজন । দুর্ঘটনার পরই আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে ।

এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী নবকুমার মাইতি বলেন, "আমি পানের দোকানে দাঁড়িয়ে ছিলাম । ওই সিভিক ভলান্টিয়ার বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন । রাস্তায় ইঞ্জিন ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় । সংঘর্ষের আওয়াজ শুনে আমি ঘুরে দেখি ওই সিভিক ভলান্টিয়ার ভ্যানের নীচে পড়ে গেছেন । তাঁর বাইকটি রাস্তার রেলিংয়ের মধ্যে আটকে রয়েছে । দুর্ঘটনায় তাঁর হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায় রাস্তাতেই । এরপর ওই সিভিক ভলান্টিয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।"

বেলুড়ে পথ দুর্ঘটনায় আঙ্গুল কেটে গেল সিভিক ভলান্টিয়ারের

একই কথা বলেন অপর এক প্রত্যক্ষদর্শী সিভিক ভলান্টিয়ার শিবু বর্মন বলেন, ''বাইকের সঙ্গে ওই ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ হয় । বাইকটি চুরমার হয়ে যায় । চিন্ময়ের হাতের একটি আঙ্গুল কেটে রাস্তায় পড়ে যায় । আর দু'টো আঙ্গুল ঝুলতে থাকে।"

আরও পড়ুন :College student drowned into The Ganga: শিশুকে বাঁচিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন ছাত্র

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details